কবিতা ।। শরৎ শোভা ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। শরৎ শোভা ।। রঞ্জন কুমার মণ্ডল


 
নীল আকাশে বেড়ায় ভেসে সাদা মেঘের ভেলা,
মেঘ বালিকার সাথে শরৎ,দারুণ সে দিলখোলা।

শিশিরকণা মুক্তো হয়ে,ঝরে ঘাসের শিরে,
সোনালী রোদ,রূপালি রোদ,আসছে শরৎ ফিরে।

শিউলি সুবাস চৌহদ্দিতে, গন্ধে বিভোর করে,
অলির সাথে প্রজাপতি, মৌ পিয়াসে ঘোরে।

শুভ্র হাসি রাশি রাশি চামর দোলায় কাশ,
নৃত‍্যরত কাশ বালিকার প্রাণ ভরা উচ্ছ্বাস।

পুকুর ডোবা জল থই থই,লাফায় নেচে মীন,
ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় বাতাস সারাদিন।

রবি'র আভা শরৎ শোভা, আকাশ বর্ণময়,
দীঘির জলে শাপলা-শালুক,পদ্ম হেসেই যায়।

আগমনী সুরের বাঁশি বাজায় রাখাল ছেলে,
নয়নলোভা শরৎ শোভা, মন খুশিতে দোলে।

দিনের চেয়ে রাত মোহময়,শরচ্চন্দ্রের হাসি,
ভেসেই ফেরে বাতাসেতে শরৎ পুজোর বাঁশি।

খুঁটিপুজো ঢাকের বাদ‍্যি, শরৎ নব সাজে,
আগমনীর সুরের ধ্বনি, আসবে উমা মা যে!

শরৎ পুজোর বার্তা নিয়ে শরৎ নিজেই ফেরে,
 ওঠে কলরব শারদোৎসব, আনন্দ ঘরে ঘরে।
 
        -------     -------
 
 
রঞ্জন কুমার মণ্ডল 
সারাঙ্গাবাদ; মহেশতলা; কোলকাতা-১৩৭



No comments:

Post a Comment