Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গল্প ।। চায়ের দোকানের ছেলেটি ।। তাপসকিরণ রায়


বয়স কত হবে ছেলেটার? --এই বড়জোর আঠারো। বার ক্লাস পাস করে চায়ের দোকানে কাজ পেয়েছে। দু'বেলা মালিকের গালি শোনে। দিনে বার ঘণ্টা এক লাগা তাকে চা বানাতে হয়। কখনও চা পিপাসার্থীদের হাতে  এগিয়ে দেয় চায়ের গ্লাস। 

যে কোনও মানুষই কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে জন্ম নেয় ও বড় হয়ে ওঠে। চলতে চলতে তার চারিপাশের আবহাওয়ার মধ্যে দিয়ে সে বেড়ে ওঠে। সে দেখে নিরক্ষর অশিক্ষিতর মাঝেও এমনি জীবন ভিত্তিক জ্ঞান জড়ো হয়। সে সঙ্গে আরও যেটা থাকে সেটা হল মানুষ নামের মনোহৃদয় যন্ত্রটা। সেটা বুঝি জন্মের আগে থেকেই কিংবা জন্ম থেকেই কিছু জ্ঞান ধারণ করে রাখে। তাই অশিক্ষিত নিরক্ষর লোকের  মাঝেও ভাবনার স্ফুরণ হতেই পারে। 

আমাদের চায়ের দোকানের ছেলেটিরও তাই। স্থানকালপাত্র নির্বিশেষে বয়ঃসন্ধিকালে সবারই কবিতা পড়তে ও একটা দুটো কবিতার লাইন লিখতে ভালো লাগে,  কবিতার ভাবনাগুলি তার মনে ক্যাচাল পারে।  ভাষার রূপ দিতে না পারলেও কিছু কিছু ভাব ভাবনার প্রকাশ মানুষ মাত্রের মধ্যেই ঘটে যেত পারে।  এমনি  উৎফুল্লতার মাঝ দিয়ে আমাদের চায়ের দোকানের ছেলেটার মনেও তেমনি চলতে থাকে--মাঝে মাঝে তার মনে হয় চাইলে সেও কবিতা লিখতে পারে। দু'একটা কবিতার লাইন অদ্ভুতভাবে তার মনে এসে উদয় হয়--সে তার খদ্দেরের হিসাব পত্রের খাতার কোনায় সে সব লিখে রাখে--কবিতা উৎসবগুলি তাকধিনাধিন তালের উৎস খুঁজে ফেরে...  

সে দিন গ্রামের একটি মেয়ে, দিনমজুর হবে, ছেলেটার দোকানে চা খেতে এসে ছিল। পরনে ছিল তার লাল শাড়ি। চা বানাতে বানাতে একটা ভাব ছেলেটার মনে ঢুকে পড়ল, কাজের ফাঁকে সে লিখে নিলো--মেয়েদের শাড়ি থেকে এক জারিত গন্ধ পাই..  

বাসন মাজার লোক না আসলে ছেলেটাকে দোকানের বাসনপত্র মাজতে হয়, এমনি কোন দিনেও কাজের মাঝে উদাস হয়ে ছেলেটা দু'লাইন লিখে ফেলত--আমি এঁটোকাঁটা বাসনের মাঝে কবিতা খুঁজে ফিরি... 

সন্ধ্যের দোকানে ভিড় হয়। মালিক তখন টিভিতে প্রার্থনাগান শোনে।  ছেলেটা তার ব্যস্ততার মাঝে এসে টুক করে দু'লাইন লিখে যায়--অথচ সান্ধ্য আসরে অনায়াসে আমার কবিতা গীত হয়ে যায়... 

কিংবা সে লেখে--এ সব পরিচিত শব্দগুলি আমার গলার ভেতর থেকে উৎসারিত হয়ে যায়... 

কিংবা লিখল--ধুপ গন্ধের ভেতর থেকে তুমি ধরে নিতে পারো সেই সব শোকতাপছাপ...  

কখনও চায়ের কাপে চা ঢেলে সাজাতে সাজাতে তার কবিতা মনে পড়ে যায়--বয়ঃক্রমে তোমার মধ্যে দিয়ে তোমার পূর্বপুরুষ তাদের ছবিগুলি ক্রমশ সারবদ্ধ হচ্ছে... 

ছেলেটি কখনও বিষণ্ণ হয়, মনের ভেতরের ভাবাবেগ শব্দে উগলে দেবার প্রচণ্ড ইচ্ছে তাকে নাড়া দিয়ে যায়--দোকানের বাকী খাতায় সে লিখে যায়--তুমি ধূমায়িত কাপে কিংবা ঝুলন্ত খাসির ঠ্যাং দেখে কসাইয়ের জীবনী লেখো...  

এক সময় কখনও দোকানের মালিক এসে বলে, হিসাবের খাতায় তুই কি লিখছিল রে ?

--না, ও কিছু না ! খাতা পাশে সরিয়ে নিয়ে ছেলেটা বলে। 

দোকানদার ছেলের হাত থেকে খাতা কেড়ে নেয়, পড়ে বলে, এ সব আবোল-তাবোল লিখছিস তুই ! কাজে মন লাগা বুঝলি ? কবিতা যে সে লিখতে পারে না ! 

মালিক চলে যায়। ছেলেটার মন খচখচ করে ওঠে, সে লেখে--গরুর হাড্ডি কিংবা শুয়োরের চর্বির মাখামাখির মাঝখান থেকে আমি ব্যর্থতার কলম ভাঙি... 

আসলে ভাব-ভাবনা হৃদয়ের গভীরতা থেকে উঠে আসে। হতে পারে তার বীজ জন্মের আগে থেকেই বোপিত হয়ে যায়। তবে এ কথা ঠিক, চায়ের দোকান থেকেও অনেক বিখ্যাত ব্যক্তিরা বেরিয়ে এসেছেন। 


                                                                সমাপ্ত


Sender's profile photo

Tapaskiran Ray

flat no.406/4th floorCARAVS Building/

station road/civil lineJabalpur (M.P.)

PIN-482001




মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত