অণুগল্প ।। ছাতা ।। দেবশ্রী সরকার বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

অণুগল্প ।। ছাতা ।। দেবশ্রী সরকার বিশ্বাস



আমার বছর ছয়েকের মেয়ে মিনু কদিন ধরেই তার বাবার কাছে আবদার করছে তার একটি লাল টুকটুকে ছাতা চাই,যেমন তার বন্ধু এলির আছে। অগত্যা আজ  বাবা তার মেয়েকে নিয়ে বের হলেন লাল ছাতার সন্ধানে.....

ঘন্টা খানেক পর বাবার হাত ধরে লাল টুকটুকে একটি ছাতা মাথায় দিয়ে মিনু এসে দাঁড়াল আমার সামনে, ডাকল 'মা'.....

আমি চমকে তাকালাম...আর...তারপর...তাকিয়েই রইলাম!
ঝাপসা হয়ে যাওয়া স্মৃতির পাতা থেকে চোখের পাতায় ভেসে উঠল একটা ছবি...

একটি ছোট্ট মেয়ে স্কুল ড্রেস পরা, পিঠে ব্যাগ নিয়ে লাল টুকটুকে ছাতা মাথায় দিয়ে তার বাবার হাত ধরে লাফাতে লাফাতে চলেছে.....

আমার শৈশব...আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে!
 
 
================

No comments:

Post a Comment