কবিতা ।। পরিযায়ীর গোষ্ঠ ।। বিশ্বজিৎ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। পরিযায়ীর গোষ্ঠ ।। বিশ্বজিৎ মণ্ডল



প্রতিদিন এভাবেই অনিন্দ্য বৃষ্টি ভিজে হেঁটে গেছি
                                            নিঃসঙ্গ কাকতাড়ুয়া

হঠাৎ গান থামিয়ে কোন বৈষ্ণবী জিজ্ঞেস করেনি
আমার উদাসীন গন্তব্যের কথা

তবু আমি, আমরা হাঁটতে থাকি___শূন্যের পরিযায়ী...

এরপর কোলাহল থেমে গেলে, নেমে এসো_____
অভিজাত পয়গম্বর

যুযুধানে আঁকা দেহময় উল্কিতে খুঁজে নিও___
আমাদের আদমজাত অন্ধকার ...
 
———————————————————
 
বিশ্বজিৎ মণ্ডল
বহরমপুর,মুর্শিদাবাদ

No comments:

Post a Comment