Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

স্মৃতির পাতায় লেখা কাহিনি ।। কমললতা নন্দী দে



       "কিরে মেলায় যাবি না ?"
    মা এর এহেন কথায় সম্বিত ফিরল নিপার, আজকাল কি এক অজানা অসুখ হয়েছে তার হঠাৎ হঠাৎ কোথায় যেন একটা হারিয়ে যায় সে, মনের কোন গভীর অতলে তলিয়ে যায় যার কোনো কুল কিনারা কিছুই থাকে না।
মা এর কথায় তার সেই গভীর চিন্তা তে ছেদ পড়ল। অবশ্য যেটা নিয়ে সে চিন্তা করছে সে তার কোনো অর্থ নেই আজ তাও  বারবার কেনো যে পোড়া মন সেই রহস্য উন্মোচন করতে চায় কে জানে?
               কিছুটা সামলে নিয়ে নিপা মা কে বললো "তোমরা ঘুরে এসো আমার শরীরটা ঠিক নেই"
মা কাঞ্চনা দেবী ব্যাপার টা আঁচ করে বলেন "কি হয়েছে বলতো তোর ?কিছুদিন ধরে লক্ষ্য করছি তুই কি একটা চিন্তাতে মশগুল হয়ে থাকিস ডাকলেও সাড়া পাইনা কোনো, বিশেষ করে সোজা রথ এর দিন থেকেই। কতবছর পর আমাদের পালা এলো, এতো লোক জন এর জন্য আয়োজন, এতো মানুষ এর ভিড় ,অন্ন ভোগ বিতরণ এর সময় ও তুই বেরোলি না।সবাই তোর কথা বলছিলো বার বার।আবার তো একটা বছর এর অপেক্ষা চল না মা ঘুরে আসবি।"
       মা কে কি করে বোঝাবে নিপা বছর ছয়েক আগে এই রকম একটা রথের দিনের শেষ বিকালেই তো ঘটেছিল কাহিনীর সূত্রপাত ,কেনো যে সেদিন রথ এর দড়ি টানার ইচ্ছে হয়েছিলো কে জানে?
       
         তুলি ও নিপা সে বছর একা একা ঘোরার অনুমতি পেয়েছিল বাড়ি থেকে। সেদিনের সেই বৃষ্টিস্নাত   রাস্তায় ফিরতি রথের ঠিক শেষ লগ্নে রথের দড়িতে হাত লাগিয়েছিল ওরা হঠাৎ একটা গলির মোড়ে রথটা যেখানে মোড় ঘুরতে চাইলো ঠিক সেই মুহুর্তে হ্যাঁচকা টানে টালমাটাল অবস্থায় দৃষ্টি বিনিময় হয়েছিল মোহনের সাথে তখন অবশ্য নাম ধাম পরিচয় কিছুই জানাছিল না নিপার এমনকি কোন্ রঙের শার্ট ছিল তার পরনে সেটাও মনে পড়ে না। সেদিনের সেই ক্ষণিকের দৃষ্টি বিনিময়ে কৌতূহলী চোখ ডুবে গিয়েছিল অতল গহ্বরে। একসমুদ্র পিপাসা ছিলো তার চোখের চাহনিতে বাহ্যিক রূপ, লাবণ্য,সৌন্দর্য কোনো কিছুই সেটাকে নিবারণ করতে পারতো না। বহু মানুষের সাথেই দৃষ্টি বিনিময় হয়েছিল আগেও কিন্তু এমনতর সৃষ্টিছাড়া ঘটনা আগে ঘটেনি।জলে ডুবে থাকা কালীন পরিস্থিতি হয়েছিল নিপার শতাধিক লোকের কোলাহল কলরব কোনোকিছুই তার কর্ণকুহরে প্রবেশ করতে পারছিলনা। অনর্গল কথা বলতে থাকা নিপা সেদিনের পর হঠাৎ করেই কেমন শান্ত ও স্নিগ্ধ হয়ে গিয়েছিলো। পুরুষমানুষের দৃষ্টিতে এতো নিষ্কাম মুগ্ধতা থাকতে পারে তা সে কল্পনা করতে পারেনি ইতিপূর্বে।
       তারপর কেটে গেল ছ ছটা মাস, মোহনের সাথে সাক্ষাৎ ঘটেনি দ্বিতীয়বার। খুব মনে পড়ে যায় সেই ক্ষণিকের সাক্ষাৎ এর কথা। আরও এক মাস পর নিপার জন্মদিনে তার বাবা বিমল বাবু  তার একমাত্র সন্তান নিপাকে একটি ভালো মোবাইল উপহার দেন। সামাজিক মাধ্যমের দৌলতে আবারও সামনে আসে সেই ভীষণ চেনা অতিপরিচিত ও অতিকাঙ্খিত চোখ দুটো, কিন্তু এবার আর দেরি করেনি নিপা তার   প্রোফাইল এ গিয়ে নাম ধাম পরিচয় সবকিছুই জেনে নেই সে কিন্তু কিভাবে কথা বার্তা শুরু করবে ভেবে পাচ্ছিল না। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই ওই প্রান্ত থেকেই প্রথম বন্ধুত্ব প্রস্তাব আসে নিপাও বেশি সময় না নিয়েই প্রস্তাব গ্রহণ করে নেয়।কিন্তু এইবার হলো বিপত্তি প্রথম কথা বলতে গিয়ে একটু দোটানায় পরে সে যদি কিছু মনে করে, যদি ভাবে ও খুব সস্তা ,কি করবে ভেবে পাচ্ছিল না নিপা তুলি তার সবচাইতে কাছের বন্ধু হলেও তাকে বলার সাহস হচ্ছিল না কারণ এতদিন যে কজন তার জীবনে আসতে চেয়েছিল তাদের কাও কেই সে তার ধারে কাছেও ঘেষতে দেইনি, এখন যদি এই রকম অচেনা অজানা মানুষের কথা বলতে যাই তো প্রথমেই ধমক খাবে ওর কাছে, আর তাছাড়া ও যদি ওর এতোদিন কার প্রেম বিরোধী রাস ভারী মেয়ের  আস্তরণটা হারিয়ে ফেলে, আবার মনটাও খুব করে চাইছে একবার ওই মানুষটার সাথে পরিচয় করতে। যার সাথে ক্ষণিকের সাক্ষাৎ এখনও ভুলতে পারে নি নিপা। এতো সব ভাবনা কে দূরে ঠেলে দিয়ে কথা বলতে শুরু করতে চাইলো নিপা। কিন্তু ওকে আর শুরু করতে হলোনা ওই প্রান্ত থেকেই প্রথম বার্তা আসে " তুমি মানে আপনি কি গোঘাটের স্বরূপ নারায়ণ এর রথ যাত্রা দেখতে গিয়েছিলেন?" এটা দেখে নিপার চোখ অশ্রুসিক্ত হয়ে পরে। কথা শুরু হাওয়ার কিছুসময় পর এতো দিন কার জমিয়ে রাখা কথারা পাহাড়ি নদীর ন্যায় খরও বেগে বইতে থাকে।এটা ভেবে উত্তেজনা আরও দ্বিগুণ হয় যখন অপর প্রান্ত থেকে ও একইরকম অনুভুতি প্রকাশ পেতে শুরু করে। ভালো সময়গুলো তুলে রাখা কলসির জলের মতোন কখন যে নিঃশেষ হয়ে যায় তা সহজে জ্ঞা ত হয়না। সম্পর্কের শুরুতে যে উদ্দীপনা কাজ করে তা ধীরে ধীরে অস্তগামী সূর্যের মতন হয়ে ওঠে যাতে গাঢ় রঙ তো থাকে কিন্তু উজ্জ্বলতা বা তেজ দুটোই নিঃশেষ হয়ে আসে।যে মানুষ দুটো একসময় কথা বলার সুযোগ খুঁজতো সেই মানুষ দুটোই এক সময় এড়িয়ে চলার পথ খোঁজে। 
যে মোহনের সাথে বাকি জীবন অতিবাহিত করবে ভেবে ছিল নিপা, সেই মোহন যেনো ওকে একটা বন্ধনে আবদ্ধ করে রেখেছিল। সেই গণ্ডি পেরিয়ে বাইরের কোনো মানুষের সাথে কোনরকম যোগাযোগ ছিলো না নিপার। বাবা মা ছাড়া আর কোনো মানুষের সাথে কথা বলার স্বাধীনতা পর্যন্ত তার ছিলো না। কিন্তু নিপা সবার সাথে মিলেমিশে থেকেছে ছোট থেকেই। ছেলে বন্ধু মেয়ে বন্ধু বলে আলাদা করে দেখেনি কাও কে আর তাছাড়া  সম্পর্কটা তখনই মিষ্টি থাকে যখন তাতে অনেকটা বিশ্বাস থাকে। 
        ছোটো থেকেই পড়াশোনা তে খুব মনোযোগী ছিল নিপা আজ না হলেও কাল একটা ভালো কাজ ও পাবেই। এছাড়া ও খুব ভালো নাচ করে ,ওটা তেও ও ভবিষ্যৎ বানাতেও পারে। প্রথম প্রথম নিপা ভাবত মোহন ওকে অতিরিক্ত ভালোবাসে বলেই আর কারো সাথে কথা বলতে দেয় না। কিন্তু কিছু দিন পর নিপার সেই ভুল ভেঙে যায়। মোহনের কথা মতন নিপার এত দিনকার ভালোলাগা নাচটাকেও ছেড়ে দিতে হবে যেটা নাকি ওর বয়েসি মেয়ে কে শোভা পায় না। নিপা তো একজন আলাদা মানুষ  য তোয় মোহন কে ভালোবাসুক না কেনো তাবলে নিপার সব স্বাধীনতা ওর হাতে থাকে কি ভাবে। প্রতিটা মানুষের নিজস্ব একটা পরিচিতি আছে যেটা একবার হারিয়ে গেলে দ্বিতীয় বার শত চেষ্টাতেও ফিরে পাওয়া যায় না। আর পরিচিতি হারিয়ে বেঁচে থাকাটা কে নিপা বেঁচে থাকা বলে ভাবতে পারে না। সেদিন অনেক কষ্ট করেও নিপা নিজের মাথায় সব দোষ নিয়ে সরে এসেছিল মোহনের জীবন থেকে।
 
                আজকে আবারও রথের চাকা গড়াবে আবারও লোক সমাগম হবে মেলা হইহুল্লোড় হবে মুহুর্তেরা বন্দী হবে নতুন কোনো যুগলের মনের কোনায়। কিন্তু বিচ্ছেদের পরবর্তী সেই মানুষ গুলো আর মিলিত হবে না কোনোদিনও। সেই পথ সেই রথ সেই গলির মোড় সব কিছুই থেকে যাবে শুধু সেদিনের দৃষ্টি বিনিময় করা মানুষ দুটো ওই স্থানে আর একত্রিত হবে না। এক সময় খুব কাছের মানুষ ছিল যারা সেই সমস্ত মানুষ গুলোর নম্বর অপরিবর্তিত থাকলেও চাইলেও আর যোগাযোগ করা যায় না। শুধু এই বিশেষ দিন গুলো তে স্মৃতিরা এসে মনের কনে নিভে যাওয়া দ্বীপটাকে প্রজ্জ্বলিত করতে চায়।
                          
    ==================

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত