কবিতা ।। দূরত্ব ।। সুস্মিতা চক্রবর্ত্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। দূরত্ব ।। সুস্মিতা চক্রবর্ত্তী




ফাইল ম্যানেজার ঘাঁটছি বারবার,
স্ক্রল করে চলেছি পুরানো সব টেক্সট... 
ডিসপ্লে স্ক্রিন বরাবর এরর মেসেজ.... 
রিসাইকেল বিনের তথ্যে খুঁজে চলেছি,
ডিলিটেড মেসেজের ভিড়ে,
প্রথম দেখার সেই মুহূর্তকে.....

মোবাইলের পাওয়ার অফ, অন করছি... 
যদি কোথাও কিছু খুঁজে পাই।
খাবার টেবিলে ঘড়ির অপেক্ষা....
কিপ্যাডে নোনা জলের মুক্তো ফোঁটা.... 
আঙুলে সার্চের অস্থিরতা.... 

ল্যাপটপের ড্রাইভে বিস্তর অন্বেষণ,
ডক থেকে পিডিএফ......
জেপিজি থেকে পিএনজি.....
না! কোথাও নেই মাই কম্পিউটারের মেমোরি তে।
আর আমার মেমোরি.... 
যেখানে ভুল করার সফটওয়্যার ইনস্টল আছে,
কিন্তু শোধরানোর প্রোগ্রাম হার্ডডিস্কের কোথাও নেই।।

No comments:

Post a Comment