কবিতা ।। ভুল করে খুঁজি ।। অদিতি চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। ভুল করে খুঁজি ।। অদিতি চক্রবর্তী



সেদিন তোকে খুঁজতে গেলাম সুলেখা দির বাড়ি
মিটিয়ে নিতে তোর আমার শতেক যত আড়ি,
রোদচশমার আড়ালে ছিল মাসকারা লাইনার,
তোর প্রিয় আর একখানা আইভরি নেকলেস।
আমার তখন শরীর ঘিরে নীলনদের ঢেউ
হোয়াংহো আর মিসিসিপি জানলে না তো কেউ।!
হৃদয়পুরে বাজলো সানাই চল্ লি বুঝি ওই
মেঘের সাম্পান আর নতুন জিগর সেই!
ধক্ ধক্ দিল বল্ লি তাকেই একই প্রেমের ভায!
আমি কেবল ভুল করলাম,মিটিয়ে নিতে আশ,
 মখমলে ওই লিনেনখানা পড়ে ,তোর কাছে
 আজ খুঁজতে গেলাম...,
ধূসর চাহুনিতে,,ভুল করে, আর ভালোবেসে,
 চেরাপুঞ্জির জলভরা মেঘ ,গোবি সাহারার বুকে!!
বর্ষা এলো মনের দোরে, বর্ষা এলো শরীর জুড়ে
জলজ মেঘ চললো উড়ে শরীর থেকে শরীর ছুঁয়ে!
বৃষ্টি ভেজা সকাল এসে ডাকলো আবার নতুন করে
ওই মেঘেরই সঙ্গ ধরে শরৎ এলো উজাড় করে!
নীল নীল ওই আকাশ জুড়ে 
সাদা মেঘের ভেলায় ভেসে 
সোনালী ধানের ঘাঘরা পরে ওই যে কে গো যাচ্ছে হেঁটে,
বিম্ববতী রাজকুমারী ,নাগচম্পা,না নাগকুমারী
মেঘ বরণ কেশে যে আজ দোলায় চামর শ্বেত শেফালির!
আগমনী বার্তা আনে ভ্রমর বুঝি ওই 
কাশের বনে দোলায় চামর শরৎ হাওয়া স‌ই
উৎসবের আমেজ আছে ,শুধু ,আনন্দটাই নেই!
আবার বুঝি  দেখা হবে সুলেখাদির বাড়িতেই।।
 
======০০০======



No comments:

Post a Comment