লালমাটির পথ।গুলিয়ে যায় শ্যামনগর ভুবনডাঙা
বা শালবনীর গল্পের মিলেমিশ।অনেক অসাম্য লেখা।
ভূতাত্ত্বিক সাম্য নৃতাত্বিক বিন্যাস লোক-ঐতিহ্য আঁকা।
যাবতীয় তত্ত্বসুখ ছাতিমবনের তারুণ্যে নির্ভেজাল
উগ্রগন্ধ যুদ্ধ ঘোষণা।দশ কিমি দৌড়। তিলখেতে
নাম লিখে গ্যাছে লাবণ্য নামের শ্যামা।তার ভারি তাড়া।
লুব্রিক্যান্ট শব্দটি অজানা।রুক্ষহাতে আগাছা বধের গান।
এই যে দিঘল রোদ রসহীন আক্ষেপানুরাগ ওয়েলিংটন পাখা
কামনাতাড়িত দুপুর উত্তাপের ব্যর্থ স্লোগান পরকীয়া বিকেল
তুমি বেশ রসেবশে আছো।তাহলে এই মাটি কত দেয়!
ভরপুর মাঠ শুধু ধোঁকা খড় বা পোয়াল? একটিও দানা নেই!
লালমাটি শালবন রিক্ত গাছের সারি বাউলের সাজ।
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com
No comments:
Post a Comment