কবিতা ।। অঞ্জনা দেব রায় ।। এক সকাল স্বপ্ন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। অঞ্জনা দেব রায় ।। এক সকাল স্বপ্ন

 


মেঘে ঢাকা এক বিষণ্ণ সকালে

এক শীর্ণকায় ভিক্ষুকরুপী মানুষ 

তোমার টিনের দোচালা বাড়িটার

দরজায় এসে বসেছিল ,

তাঁর রুক্ষ শুষ্ক মুখ থেকে 

ক্ষুধার্ত মানুষের গল্প ঝড়ে পড়ছিল  

তখন সবে একফোঁটা বৃষ্টি পড়ছে

পাখিরা সঠিক আশ্রয়ের খোঁজে ছোটাছুটি  করছে 

তুমি দরজায় এসে মানুষটির কাছে

তাঁর জীবনের গান শুনেছিলে

সেই গানের মধ্যেই ছিল তাঁর জীবনের ভাঙা স্বপ্ন

সাহায্যের হাত বাড়াতেই মানুষটি বলে উঠল

খুঁজে পেয়েছে তাঁর হারিয়ে যাওয়া কিছু স্বপ্ন

কিছুক্ষণ বাদে মেঘ সরে রোদ বেরোলে

তাঁর স্বপ্ন নিয়ে মিলিয়ে গেল আলোর সাথে  

রেখে গেল কিছু স্বপ্নের সুর  

 

No comments:

Post a Comment