কবিতা ।। কল ব্রিজ ।। অমিত মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। কল ব্রিজ ।। অমিত মজুমদার



তুমি জাদুকরের ম্যাজিক বাক্স খুলে দেখালে ভেতরে কিছু নেই
আমিও জাদুঘরের সদর দরজা খুলে দেখালাম ভেতরে নিমগন্ধ
পাখিও নিজের বাসা ভুলে যায় তার ডিমে তা দেবার লোক জুটলে
আর সেই লোকের শরীরে যদি বাতিস্তম্ভ জ্বলে ওঠে উচ্ছেদ পর্বের
তাহলে যাবতীয় নির্জনতা বর্জন করে জন্ম মৃত্যু তাস নিয়ে বসে
তারা বসলেই বাজী রাখে শরীর। হারে জেতে টাইও হয় কখনও 
আগুন নিভলে একসময় বিষণ্ণ জল কাঁপে নিকট নদীগর্ভে, অথচ 
তুমি আমি কেউ কল ব্রিজটাও শিখতে পারিনি নিরাপদ রেস্তোরাঁয়। 

                    __________________

অমিত মজুমদার 
গ্রাম - পশ্চিম জগদানন্দপুর ( ভেড়ামারা ) 
পো - বেথুয়াডহরি
জেলা - নদিয়া 
পিন -  ৭৪১১২৬ 
মোবাইল নং - ৮৩৬৭৮১৯৭৫৭ 

No comments:

Post a Comment