Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

দুটি কবিতা ।। দেবযানী পাল

 


ঔৎসুক্য


কথা বলো অনাদি অনন্ত সময়
তোমার প্রেক্ষাপটে কি অভিনীত হতে যাচ্ছে!
যুগান্তব্যাপী রসদ যুগিয়েছে যে মহাকাল
তার বলয়ে জীবন কোন্ উপন্যাস রচনা করেছে,
চরিত্র চিত্রণ ভার কত জনের ওপর ন্যস্ত থাকবে?
ফুটে উঠবে তো সমস্ত পরিস্থিতির মানচিত্র !

কথা বলো ওগো অসীমের স্পন্দন
কত স্পন্দিত বার্তা তোমার আঘ্রানে স্বতঃস্ফূর্ত!
সৃষ্টির পদধ্বনি অবিরত শুনতে পাওয়া যায়,
সবই কি স্বাভাবিক ছন্দে নাকি কিছুর ছন্দপতন!
অসীমের নিঃস্বতায় যুগান্তরের ঘূর্ণিপাকে বিধ্বস্ত?
তবুও স্পন্দনের আওয়াজ পাবো তো!

দীন সীমারেখা ভুবনের জীবন বৈচিত্র্য মানসে
কালের খেলা চলছে তারই মাঝে প্রতিনিয়ত
সময়ের দ্বারে দন্ডায়মান আমরা,স্পন্দনিক।

====০০====

বর্ষা তুমি ঝোরো না গো অমন করে

ওগো আমার বিগত যৌবন আজ
             ধরা দিচ্ছে তোমার অঝোর ধারায়
আকুল প্রেমের টানে আপনি হারায়।
  সেই সেদিনের কথা আমার কানে
      রিনিঝিন করে বাজছে ওগো বর্ষা রাণী
জল থৈ থৈ উথাল পাথাল পরানে।
জল তরঙ্গ বাজছে জীবন হারিয়ে জীবনে
        বর্ষার বীন বাজছে যেন নাগ নাগিনের 
আসরে,মাতাল করা মিলন নেশার কাহানে। 
       যত দূর চোখ যায়,দেখি তোমার ঘন ঘটা
জীবন আকাশেও ছিল মেঘ মল্লার রাগ
             ছিল বৃষ্টিস্নাত রামধনুর রঙীন ছটা।
আবেগ মুছে গেছে সময়ের ধারাপাতে
আজ শুধু নিশ্বাসের শব্দ তোমার শব্দে মেশে
কুল ছাপা স্রোতহীন অশ্রু নদীর সাথে।
    মনে পড়া এই অঝোর বর্ষার রাতে মন মরে
না পাওয়ার দৈন্যতা দীর্ঘশ্বাস ফেলে
     বর্ষা তুমি আর ঝোরো না অমন করে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান