Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

গল্প ।। আলো ছায়ার লুকোচুরি খেলা ।। শেফালি সর



ভাদ্র দিনের  অপরাহ্ন বেলায় মনের  এই  ছোট্ট বারান্দাটাতে বসে বসে সবুজ  ধান ক্ষেতের উপরে মেঘ-রোদ্দুরের লুকোচুরি  খেলা  দেখছিলাম। আহা,সে-কী মনোরম দৃশ‍্য!  আলো ছায়ার  একত্রে এক  অপূর্ব  সহাবস্থান।যেন মনে হ'ল আমাদেরও  ফসল ভরা  জীবন ক্ষেতের উপরে এমনি  আলো ছায়ার ছবি এঁকে  যায়  সে যে কোন চিত্রকর! সেই  অদৃশ্য  চিত্রকর তার  আপন খেয়ালে ছবি আঁকে, আলো আঁধারের ছায়া ফেলে জীবনের  চিত্রপটে।সে ছবির  প্রতিটি তুলির টানে চিত্রকর সুখ দুঃখ, আনন্দ বেদনার  রঙ মাখিয়ে  দেয়।সেই কখন  জীবন -প্রভাতের প্রথম সন্ধিক্ষণ থেকে  জীবন-সায়াহ্নের ম্লান আলোকের কাঁপা কাঁপা ছায়া ছায়া  নিভু নিভু নিষ্করুণ প্রদীপ  শিখার ছবিটি  সুকৌশলে  এঁকে  যায়  দক্ষ  চিত্রকর।যেন শান্ত  মনে সন্ধি করে  অনন্তের সাথে সন্ধ‍্যার আলোকে।জীবনের অন্তর্নিহিত যত কথা যেন  শান্ত নীরবতায় লীন হয়ে যায়।সে এক মর্মান্তিক  নীরবতা!

 তখন প্রভাত আলোকের সেই টলটলে জীবন্ত ছবিটি বেদনার  রঙে রেঙে ওঠে।স্মৃতিপটে ছায়ার  মূর্তিতে ফুটে ওঠে শূণ্যতা -রিক্ততা।ধীরে ধীরে ভেস ওঠে জীবনের  জীর্ণ  ইতিহাস।যেন মনে পড়ে  যায় বাল‍্য নীহারিকা।কখনো বা ভেসে ওঠে ছায়ার  মূর্তি  ধরে  যৌবনের  প্রজ্জ্বলিত আলোক শিখা। কত কত যুদ্ধ,সংঘাত,মৃত‍্যু--কত কত দুঃখ-ক্লেশ-যন্ত্রণা! জীবনে নেমে আসে ক্রমশঃ অন্ধকারের  ছায়াময় রূপ।আলো আর ছায়া -জন্ম আর  মৃত্যুর  মতো একে অপরকে কাছে  টানে।আলোকের স্মৃতিকে ছায়া  সর্বদা  নিজের  বুকে  ধরে  রাখে,তারই আরও  এক ছবি প্রতীয়মান হয়  জীবনের  কোলাজে।আছে আলো আছে ছায়া -জন্ম মৃত‍্যুর নিগড়ে বাঁধা প্রভাত ও সন্ধ‍্যার মতো। আাঁধার ছায়াকে সরিয়ে হয়  প্রভাত রির আগমন। আবারও  ছায়ার  ঘোমটা  টেনে  আাঁধার নেমে আসে পৃথিবীর  বুকে।এমনি আলো ছায়ার  লুকোচুরি  খেলা  চলে  অনবরত এই  বাস্তব  পৃথিবীর  সবখানে।ছায়াময় পৃথিবী  হ'ল এক স্বপ্নময় রহস‍্যে ভরা  এক অদ্ভুত  জগৎ। সেখানেও আলো এসে মায়াময় করে  তোলে।

ঠিক  যেন  জন্ম মৃত‍্যুর পরপারে এক রহস‍্যময় জগৎ। আমাদের  এই আলো ছায়ায়  মাখামাখি জগৎটাও  অবিকল তারই মতো।জন্ম- মৃত্যুর খেলা  আর আলো- ছায়ার  খেলা খুবই  স্বাভাবিক  ও স্বতঃস্ফূর্ত এক প্রক্রিয়া  যা ঘটে যা ঘটে চলে  আমাদের  বাস্তব জীবনের  এই  খেলাঘরে।এ সবই মিলায় সেই  নিশার স্বপন  সমান- এমনি  আলো ছায়া লুকোচুরি  খেলা  করে  চিত্রার্পিতের মতো।এই যে বিচিত্র  বিশ্বের  সদা ব‍্যস্ত মানুষ  আমরা  মহাবেগে ভেসে চলেছি জীবন প্রবাহে,-এ জগৎটা হ'ল আলোময় জগৎ।এর  ঠিক  উল্টো দিকে আরও  একটা  জগৎ আছে  তা হ'ল সম্পূর্ণ  ছায়াময়,ধোঁয়াশা কুয়াশায়  ঢাকা। অবিকল ছায়াচিত্রের মতো। বিশ্ব রঙ্গ মঞ্চে সেই ছায়াচিত্র প্রদর্শিত  হচ্ছে,ক্ষণে ক্ষণে আলো ছায়ার  খেলা যা আমাদের  দৃশ‍্যমান হয়। একবার  আলোক রশ্মি আবার  পরমুহূর্তে ছায়া। ঠিক  যেন অদৃশ্য  স্বপ্ন -লোক- ঈশ্বরেরই এক চলচ্চিত্র। আলোকময় যন্ত্রণা কাতর ও বেদনাপীড়িত -আপাত মধুর এই  পৃথিবীর  চেয়ে  ছায়াময় স্বপ্নলোক বড্ড নয়ন প্রীতিকর ও সুন্দর।সে জগতের সন্ধান  আমরা  সাধারণ  মানুষ  পাই না ঠিকই শুধু  কল্পনা  করি মাত্র।

---------------------:-------------------


                        শেফালি  সর
                          জনাদাঁড়ি
                         গোপীনাথপুর
                      পূর্ব মেদিনীপুর
                           ৭২১৬৩৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান