Featured Post
তিনটি কবিতা ।। লাবণী ধর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মেঘের ডাক
মেঘ বললো - চল না আজ,
দূরে অনেক দূরে,
একলা পাহাড়, ঘন বনে,
আমরা ভবঘুরে।
দিন ফুরিয়ে আসবে যে রাত,
তোরই চোখের মাঝে,
কাছের থেকে অনুভূতি,
মিলবে সকল কাজে।
কেমন করে যাবো রে মেঘ,
শৃঙ্খলা মোর জীবন,
এধার ওধার বড্ড বাধা,
চাওয়া পাওয়ার মরণ।
মেঘ বললো - আয় না চলে,
দূরের মাঠের পানে।
বৃষ্টি হয়ে ঝরব তখন,
শান্ত নদীর গানে।
আয় তবে আজ ভেঙে দিয়ে,
শিকল ঘেরা হৃদয়,
স্নান করবো সাদা কুয়াশায়,
সাক্ষী আকাশ তারায়।
ডাকছে তোকে সুনীল আকাশ,
সবুজ ঘেরা পাতা,
দেখবি কেমন ভেজাই আমি,
শিশির মাখা মাথা।
যাবো রে মেঘ ঠিক একদিন,
তোরই সাথে যাবো,
পাগল হাওয়ার উতল ধারায়,
ভিজবো বলে যাবো।
তোর সাথে তাই তাল মিলিয়ে
নিজেরে খুঁজে পাবো।
মা আছে
ব্যাথায় যে মন জর্জরিত,
ভোরের হাওয়ায় অশ্রু,
কোথাও যেন মন বলে তাই
কাঁদিস না রে আর,
মা তো আছেই তোরই বুকে,
ভরিয়ে সংসার।
মা যে আমার স্নেহের সকাল,
প্রথম শব্দ চয়ন,
মা তো আমার তৃষ্ণার জল,
আশ্রয় দেয় স্নেহের আঁচল,
দুঃখ ব্যাথা উধাও করে,
সকল কষ্ট হরণ।
তাই তো ডাকি মা যে তোমায়,
অসুস্থতার ঘোরে,
জানি একাই লড়তে হবে,
এই শহরের ভিড়ে,
তবুও তোমার ছায়ার পরশ,
শীতল করে মন।
মা আছে যে, চিন্তা কিসের,
আমার সেরা ধন।
ব্যাখ্যাহীন
ব্যস্ততায় ঘেরা জীবনে একমুঠো প্রাণোচ্ছল বাতাস,
একটার পর একটা একঘেঁয়ে ঢেউয়ের মধ্যে একটা ছোট্ট ভেসে থাকা নৌকো।
জীবনের সাগরে ভেসে যাওয়া ভেলায় মাঝির মনমাতানো কণ্ঠ।
পাহাড়ের শুভ্রতার শিখরে, চকচকে সেই চূড়া,
সবুজ প্রকৃতির কোলে একমাত্র বাঁচার নিশ্বাস।
সকলে কালের মাঝেও শুধুই বসন্তের আনাগোনা।
পাতাঝরা সন্ধ্যায় স্নিগ্ধ গা ছুঁয়ে যাওয়া বাতাস,
" প্রেম" তুমি ব্যাখ্যাহীন।
অনেকটা বেহিসেবী বন্যার মত অন্য ধার ভেঙে উপচে পড়ে ভাসিয়ে নিয়ে যায় ওই হৃদয়গুলোকে।
আবেগের ঠেলাগাড়িতে রেখে যায় এক গুচ্ছ গোলাপ - পলাশ।
সন্ধ্যাকালীন রজনীগন্ধার সুবাসে - মৌমাছির ভিড় - মধু অন্বেষণে।
" প্রেম" তুমি ব্যাখ্যাহীন।
ধরা ছোঁয়ার বাইরে, বেহিসেবী মাপকাঠি।
বাধাহীন পাগলামি, জেদ যেন আঁকড়ে রাখার।
মাদকতায় ভরা হৃদয়,
" প্রেম" তুমি ব্যাখ্যাহীন।
প্রাণ টা চলে যাবার আগের মুহূর্তের ইচ্ছা।
" মায়া" - এক অমায়িক মায়া।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন