Featured Post

অণুগল্প সংকলনের জন্য লেখা আহ্বান

ছবি
নবপ্রভাত প্রকাশনীর হাত ধরে কথাকাহিনি অনলাইন ম্যাগাজিনের উদ্যোগে প্রথম মুদ্রিত অণুগল্প সংকলন প্রকাশিত হতে চলেছে। আজিই পাঠিয়ে দিন আপনার সেরা অণুগল্পটি।  বিস্তারিত জানতে আমাদের বিজ্ঞাপন দেখুন। অথবা নীচের নম্বরে যোগাযোগ করুন। শব্দ সংখ্যা - কমবেশি - ৩৫০ লেখা পাঠানোর শেষ তারিখ -  ০৩/১১/২৪  প্রকাশ ঃ আগামী ১৫ নভেম্বর ২০২৪ শিয়ালদা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে, নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে। মেইল করুন  kathaakaahini@gmail.com  অথবা w,app -এ পাঠান ৮৩৩৫৮৪৮৮১৪ এই নম্বরে।    আর মাত্র কয়েকটি লেখা নেওয়া হবে।    ==========   

তিনটি কবিতা ।। লাবণী ধর


 

মেঘের ডাক


মেঘ বললো - চল না আজ,

দূরে অনেক দূরে,

একলা পাহাড়ঘন বনে,

আমরা ভবঘুরে

 

দিন ফুরিয়ে আসবে যে রাত,

তোরই চোখের মাঝে,

কাছের থেকে অনুভূতি,

মিলবে সকল কাজে

 

কেমন করে যাবো রে মেঘ,

শৃঙ্খলা মোর জীবন,

এধার ওধার বড্ড বাধা,

চাওয়া পাওয়ার মরণ

 

মেঘ বললো - আয় না চলে,

দূরের মাঠের পানে

বৃষ্টি হয়ে ঝরব তখন,

শান্ত নদীর গানে

 

আয় তবে আজ ভেঙে দিয়ে,

শিকল ঘেরা হৃদয়,

স্নান করবো সাদা কুয়াশায়,

সাক্ষী আকাশ তারায়

 

ডাকছে তোকে সুনীল আকাশ,

সবুজ ঘেরা পাতা,

দেখবি কেমন ভেজাই আমি,

শিশির মাখা মাথা

যাবো রে মেঘ ঠিক একদিন,

তোরই সাথে যাবো,

পাগল হাওয়ার উতল ধারায়,

ভিজবো বলে যাবো

তোর সাথে তাই তাল মিলিয়ে

নিজেরে খুঁজে পাবো

 


মা আছে

 

ব্যাথায় যে মন জর্জরিত

ভোরের হাওয়ায় অশ্রু,

কোথাও যেন মন বলে তাই

কাঁদিস না রে আর,

মা তো আছেই তোরই বুকে

ভরিয়ে সংসার

 

মা যে আমার স্নেহের সকাল,

প্রথম শব্দ চয়ন,

মা তো আমার তৃষ্ণার জল,

আশ্রয় দেয় স্নেহের আঁচল,

দুঃখ ব্যাথা উধাও করে,

সকল কষ্ট হরণ

 

তাই তো ডাকি মা যে তোমায়,

অসুস্থতার ঘোরে,

জানি একাই লড়তে হবে,

এই শহরের ভিড়ে,

তবুও তোমার ছায়ার পরশ,

শীতল করে মন

মা আছে যেচিন্তা কিসের,

আমার সেরা ধন



ব্যাখ্যাহীন

 

ব্যস্ততায় ঘেরা জীবনে একমুঠো প্রাণোচ্ছল বাতাস,

একটার পর একটা একঘেঁয়ে ঢেউয়ের মধ্যে একটা ছোট্ট ভেসে থাকা নৌকো

জীবনের সাগরে ভেসে যাওয়া ভেলায় মাঝির মনমাতানো কণ্ঠ

পাহাড়ের শুভ্রতার শিখরেচকচকে সেই চূড়া,

সবুজ প্রকৃতির কোলে একমাত্র বাঁচার নিশ্বাস

সকলে কালের মাঝেও শুধুই বসন্তের আনাগোনা

পাতাঝরা সন্ধ্যায় স্নিগ্ধ গা ছুঁয়ে যাওয়া বাতাস,

 

প্রেমতুমি ব্যাখ্যাহীন

অনেকটা বেহিসেবী বন্যার মত অন্য ধার ভেঙে উপচে পড়ে ভাসিয়ে নিয়ে যায় ওই হৃদয়গুলোকে

আবেগের ঠেলাগাড়িতে রেখে যায় এক গুচ্ছ গোলাপ - পলাশ

সন্ধ্যাকালীন রজনীগন্ধার সুবাসে - মৌমাছির ভিড় - মধু অন্বেষণে

 

প্রেমতুমি ব্যাখ্যাহীন

ধরা ছোঁয়ার বাইরেবেহিসেবী মাপকাঠি

বাধাহীন পাগলামিজেদ যেন আঁকড়ে রাখার

মাদকতায় ভরা হৃদয়,

 

প্রেমতুমি ব্যাখ্যাহীন

প্রাণ টা চলে যাবার আগের মুহূর্তের ইচ্ছা

মায়া" - এক অমায়িক মায়া


=============

লাবণী ধর 
Akhila Apartment
Indira Nagar Colony, on venkatapuram road.
Lothkunta, Secunderabad- 500015

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী