Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গল্প ।। সত্যের আড়ালে বিকেলে ।। সুচন্দ্রা বসু

 



সত্যের আড়ালে বিকেলে 

সুচন্দ্রা বসু 



দ্রুতগতিতে রাস্তা দিয়ে ছুটছিল বাসটি। যে ভাবে যাত্রীরা ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন, সেই দৃশ্য দেখে ভয়ে আতঁকে উঠি আমি। এমন দৃশ্য দেখার পরই মনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে,কেউ ছিটকে পড়বে না তো?
দ্রুত গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ফেলেন। ফলে ভিড় গাড়িতেও উঠতে এক মুহূর্ত ভাবে না। এই জন্য  অনেক সময়ই দুর্ঘটনা ঘটে। 
আমি বাসের জন্য অপেক্ষা করি। বিকেলে আমায় প্রতিদিন যেতে হয়ে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করাতে।রোজ বিকেলে ভীড় বাসে উঠতে একই সমস্যায় পড়তে হয় আমাকে।

একদিন বিকেলে আমার পাশে কয়েকজন স্কুল পড়ুয়া বাসের জন্য দাঁড়িয়েছিল। ভিড়ে ঠাসা বাস
এসে থামতেই  হাতল ধরে তারা ঝুলতে ঝুলতে সেই ভিড়ের মধ্যেই  দেখলাম উঠে পড়ল।
 ছেলেগুলোকে  ঝুলে  যেতে দেখে শিউরে উঠলাম। সে সময়  এক স্কুলপড়ুয়া হাত ফস্কে রাস্তায় আছাড় খেয়ে পড়ে  গেল। সৌভাগ্যবশত পিছনে কোনও গাড়ি ছিল না সে যাত্রায় বেঁচে গেছে। 
 আমি এ কারণে ভীড় বাসে উঠেতে পারি না।  তাই সময়ের আগে বাড়িতে থেকে বেরিয়ে কখনও
 হাঁটতে,হাঁটতে যাই।কোন কারণে বেরতে দেরি হয়ে গেলে সেদিন বাধ্য হয়ে রিকশা চেপে যেতে হয়। 
 সেদিন ছেলেটা রাস্তায় পড়ে গেল  দেখে মনটা খারাপ হয়ে  গেল। থেরাপি সেন্টারে না গিয়ে বাড়ি ফিরে এলাম।

পরদিন সকালে মিতালির ফোন পেলাম। মিতালি জানিয়েছে,জানিস কাল তো আমার ফ্ল্যাটে একটা 
দুর্ঘটনা ঘটে গেছে।  আমার নীচের ফ্ল্যাটের ছেলেটা কাল বাস থেকে পড়ে গিয়ে বাঁ পাটা ভেঙে বাড়ি ফিরেছে।
হ্যাঁ হ্যাঁ আমি কাল বিকেলে দেখেছি ঘটনাটা।
তুই কি করে দেখলি।
আমি ওই সময় থেরাপি করতে যাচ্ছিলাম।
তাই নাকি?
হ্যাঁ  দেখে মনটা এতো খারাপ হয়ে গেল যে, থেরাপি সেন্টারে আর যেতে পারলাম না।
বেশ করেছিস  জানিস তো ভদ্রলোকের একটাই ছেলে । পা-টা কাটা গেলে কি হবে বল তো?
হ্যাঁ ঠিকই বলেছিস। তবে জানিস তো, দোষটা ছেলেটারই ।
এ কথা বলছিস কেন?
সাহস দেখে অবাক হই আমি। ভীড় বাসে একদম জায়গা নেই দেখেও ছেলেটি হাতল ধরে  ঝুলে পড়েছিল।
বাস স্টার্ট দিয়ে চলতে শুরু করতেই ধাক্কা সামলাতে না পেরে ছিটকে নীচে পড়ে গেছে  ছেলেটি।
কি কান্ড বলতো?
ওর বাবা,মা সেকথা জানেই না।তাই তো ওরা বারবার  ড্রাইভারের দোষ দিয়ে রাশ ড্রাইভিঙের অপবাদ
দিচ্ছিল।
হ্যাঁ রে, এভাবেই সত্য আড়ালে চাপা পড়ে যায়। 
আচ্ছা রাখি, এখন অনেক কাজ পড়ে আছে।
হ্যাঁ, রাখ।
 
================
 
  
 
সুচন্দ্রা বসু 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত