কবিতা ।। ছোঃ ।। প্রতীক মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। ছোঃ ।। প্রতীক মাইতি

ছোঃ

প্রতীক মাইতি


এ জন্মে ভগবান অথবা শয়তান - ঠিক কোনোটাই হওয়া হলো না
এ জন্মে কেউ দু হাত তুলে প্রণাম জানালো না কই
কারোর ঘর পুড়লো না চোখ ঠিকরে বেরোনো আগুনে
এ জন্ম কেটে গেলো কবিতায়, আলো আঁধারি বিনোদনে!

এ জন্মে হওয়া হলো না জোৎস্না মেখে উঠে আসা রাজার কুমার
এ জন্মে পাওয়া হলো না পাশবিক সুখ
ছিনিয়ে আনা হলো না শিক্ষার অধিকার, চাকরির ন্যায়
এ জন্ম কেটে গেলো কবিতায়, উৎসব উল্লাস ব্যঞ্জনায়!


----------------------------------


প্রতীক মাইতি
রাজারহাট, কোলকাতা - ৭০০১৩৫
যোগাযোগ - ৮৪১১০০০৬৬৮

2 comments: