কবিতা ।। বুকের ভেতর গুনগুন ।। দেবাশীষ মুখোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। বুকের ভেতর গুনগুন ।। দেবাশীষ মুখোপাধ্যায়


বুকের ভেতর গুনগুন

দেবাশীষ মুখোপাধ্যায়


ভালোবাসি একথাটা আর বলা হয় না
তোমার আদরের উষ্ণতাতেও নয়
কেমন একটা অভ্যাস হয়ে গেছে যেন
অনুচ্চারিত ভালোবাসা ছিটকে ছিটকে বেরিয়ে আসে
আমাদের কাজে আমাদের যাপনে

সকালের চায়ের ধূমায়িত কাপ জানায় তোমার ভালোবাসা
প্রিয় পদের রান্নায় বাড়ি ঢেকে গেলে তোমায় ভালোবাসি
অফিস বেড়নোর তাড়ার মাঝে হাতে হাতে সব চলে এলে
বুঝি এই থাকার নামই জীবন
গলির মোড়ে পিছন ফিরে দেখি তখনও তুমি দাঁড়িয়ে
ফুলের মাঝে এক মিষ্টি ফুল হয়ে
সারাদিন ছবিটা বুকে বই
ভালোবাসার কথা আর সেভাবে বলা হয় না বোধহয় এখন আর বলতেও লাগে না

অফিস ফেরত তোমার প্রিয় জুঁইয়ের মালা নিয়ে আসি
খোঁপায় দিয়ে তুমি সম্পর্ক যেন আরো পবিত্র করো
বারান্দায় পাশে বসে হাতে হাত জানায় অনেক কথা
স্মৃতিরা সরব হলে তোমার গুনগুন শুনি
ঘরের আবছা আলোয় রবিঠাকুর যেন জ্বলে ওঠেন
আমাদের বুকের ভালোবাসার স্থায়ী ঠিকানায়
চিঠি এসে আর বলে না ভালোবাসি ভালোবাসি
আসলে আজকাল ভালোবাসাটা একটা অভ্যাস হয়ে খেলে বেড়ায় সারা বাড়ি আদুল গায়

**********

 
দেবাশীষ মুখোপাধ্যায়
রয়্যাল কমপ্লেক্স, ব্লক-ডি, ফ্ল্যাট নম্বর:২০৪, দ্বিতীয় তল, ৪৬/১
চড়কডাঙ্গা রোড, কাঁঠাল বাগান, উত্তরপাড়া, হুগলি , পিন : ৭১২২৫৮

No comments:

Post a Comment