শরতের হিল্লোল
বদ্রীনাথ পাল
আকাশটা হলো নীল-
উড়ে বক শাঁখচিল-
মেঘেদের ভেলা ওই ভাসছে,
টলোমলো দিঘিজল-
বুকে তার শতদল-
ঘুম ভেঙে চোখ মেলে হাসছে।
মাঠে দোলে সাদা কাশ-
ঝিলিমিলি করে ঘাস-
ভোর বেলা শিশিরেরা ঝরছে,
শরতের হিল্লোল-
শিউলির কলরোল-
গরবেতে ঢলে যেন পড়ছে।
--------------------------------------
No comments:
Post a Comment