কবিতা ।। অতুলনীয় গোলরক্ষক--লেভ ইয়াসিন ।। আনন্দ বক্সী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। অতুলনীয় গোলরক্ষক--লেভ ইয়াসিন ।। আনন্দ বক্সী

 

অতুলনীয় গোলরক্ষক--লেভ ইয়াসিন 

আনন্দ বক্সী 


রাশিয়ায় জন্ম যে তাঁর দরিদ্র পরিবার 
তাঁর খেলাতে সারা বিশ্ব হয়েছিল তোলপাড়। 
খেলাধুলার ক্ষমতা ছিল তাঁর নয় হেলাফেলা 
গোলকিপার হয়ে বিশ্বে দেখালেন তিনি র‌্যালা। 
যাঁর খেলাতে মুগ্ধ ছিল ডাক্তার থেকে চাষি 
লেভ ইয়াসিন নামেই তাকে চিনলো বিশ্ববাসী। 

সৈন্যদলে দিলেন যোগ বয়স যখন কুড়ি 
ক্রীড়াশৈলী দেখিয়ে তিনি করলেন মনচুরি।
সব খেলাতেই ছিল তাঁর কমবেশি উৎসাহ 
ফুটবলকেই করেন শেষে জীবনে চলার রাহ।
সেনাদলের হয়ে করেন হকির শিরোপা জয় 
আইস হকিতেও খ্যাতির রাখলেন পরিচয়। 
মস্কো ডায়নামোজ ক্লাবে শুরু ফুটবল খেলা 
তাঁর প্রতিভা প্রকাশ পেল গড়ালো যত বেলা।
হঠাৎ পাওয়া সুযোগটা লাগালেন তিনি কাজে 
দর্শকরা মুগ্ধ হলো তাঁর সে খেলার ঝাঁঝে।
পরিশ্রমের মধ্যে তাঁর ছিলনা যে কোন ছল 
পাখির মতো উড়েই তিনি বাঁচিয়ে দিতেন বল।
মন মাতানো খেলা দেখিয়ে লাগিয়ে দিতেন তাক 
খুব শীঘ্র পেয়ে গেলেন জাতীয় দলে ডাক।
সবার মনে জায়গা পেল তাঁর খেলার ধরন 
বিশ্ববাসী করলো তাঁকে মুক্ত মনে বরণ।
ক্লাব হোক বা দেশের হয়ে কাঁপিয়ে দিলেন মাঠ 
গোল পোস্টের নীচে তিনি ছিলেন যে সম্রাট। 

তিন-তিনটে বিশ্বকাপে খেলেন তিনি দাপিয়ে 
গোলকিপার হিসাবে তিনি সবারে যান ছাপিয়ে।
খেলাধুলা দিয়েই যে তাঁর জীবনটা ছিল ঘেরা 
বাষট্টিতে হলেন তিনি গোলরক্ষক সেরা।
তাঁর সুবাদে ঘটলো তাঁর পরমপ্রাপ্তি যোগ 
বিশ্ব একাদশেও তিনি পেয়ে গেলেন সুযোগ। 
একাত্তরে ফুটবলকে জানালেন গুডবাই 
গোলকিপার রূপে বিশ্বে লেভের তুলনা নাই।

===========================

আনন্দ বক্সী, Vill-Beliadanga, P.o-Dakshin Barasat, P.s-Jaynagar, Dist-South 24 Parganas,Pin-743372

No comments:

Post a Comment