ছড়া ।। হাসির ঝলক ।। কার্ত্তিক‌ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

ছড়া ।। হাসির ঝলক ।। কার্ত্তিক‌ মণ্ডল

হাসির ঝলক

কার্ত্তিক‌ মণ্ডল

মেঘলা আকাশ বাদল ধারা আঁধার হল ঘোর
বাইরে পড়ে কড় কড় বাজ বৃষ্টি এলো জোর।
ক্লাবের ঘরে চুপচাপ সব বন্ধু ক'জন মিলে
মাঝে মাঝে হাসির ঝলক চমকে উঠে পিলে
অট্টহাসি কেউ বা হাসে, কেউ বা হাসে চেপে
হাসির চোটে আকাশ বাতাস উঠল দারুণ কেঁপে।
কারো হাসি মুখের ভেতর , দাঁত হয় না বার
কেউ বা আবার উচ্চ হেসে‌ ফাটায় রে সংসার
দাঁত কেলিয়ে কেউ বা হাসে একটু খানিক কেশে
মনের ভেতর মুচকি হাসে বৌ থাকলে পাশে।
গড়িয়ে ভূঁয়ে কেউবা হাসে কেউ বা নেচে নেচে
কাঁছা খুলে যায় কারো বা হাসির চোটে হেঁচে।
ফোঁকলা দাঁতে দিদুর হাসি দাদুর হাসি ভারি
আমি কিন্তু হাসতে হাসতে চিমটি কাটতে পারি ।
বাচ্চারা সব হাসে যখন মাথায় তুলে ঘর
রামগোড়ুরের ছানারা সব কাঁপে রে থরথর ।
প্রেমের হাসি ফিসফাস তাই কেউ জেনে যায় পাছে
বাবা মায়ের হাসি তো ভাই, সেই আগের মতই আছে ।
হা-হা হি-হি হে-হে হো-হো হেসো নিজের মত
হাসতে যদি পার রে ভাই সারবে মনের ক্ষত ।
উদার মনে হাসি যদি আমি তুমি সব
আসবে ফিরে ব্যথাহীন সেই, হাসিমাখা শৈশব ।
হাসির রকম ফেরে সবাই হেসো আপন মনে
আর দুখিরা সব হাসে যদি তোমার আমার সনে।
হাজার তারার মাঝে দেখি যদি মায়ের হাসি মুখ
শত দুঃখজ্বালার মাঝেও আনে খুশির সুখ ।

 
-------------------++--------------------


কার্ত্তিক মণ্ডল
গ্রাম-পশ্চিমবাড়
পোস্ট-ধনেশ্বরপুর
থানা-পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর
পিন-৭২১১৬৬

No comments:

Post a Comment