Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। কেমন আছিস? ।। রেজাউল করিম রোমেল

কেমন আছিস? 

রেজাউল করিম রোমেল 


বন্ধু, কেমন আছিস?কি খবর তোর?
অনেকদিন হোলো তোর কোনো খবর জানি না।
তুই তো ছিলি ছাত্র রাজনীতির একজন সক্রিয় সদস্য,
দলের চেতনায় উদ্বুদ্ধ সংগ্রামী মানুষ। 
মিছিলে-মিছিলে স্লোগানে-স্লোগানে কত না
সংগ্রাম করেছিস ন্যায্য দাবি আদায়ের।
রাজপথ কাঁপানো বজ্রকন্ঠের সেই স্লোগান,
তোর স্লোগানে মুখোর হোতো রাজপথ। 
মনে পড়ে...
তোর আগুন ঝরানো বক্তৃতায় মুগ্ধ হোতো মানুষ।
কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীরা বলতো-
শুভো একদিন বড় নেতা হবে, অবদান রাখবে 
দেশ ও জাতীর উন্নয়নে।
বন্ধু শুভো, কেমন আছিস তুই? 
কতদিন হল তোকে দেখি না!
সেদিনের সেই মিছিলে  গোলাগুলির এক পর্যায়ে একটি বন্দুকের গুলি তোর পায়ে এসে লাগল।
তোকে হাসপাতালে নেওয়া হল।
ডাক্তার বললেন, 
-রোগীকে বাঁচাতে হলে তার পায়ের হাঁটু পযন্ত কেটে ফেলতে হবে। 
একটা সময় তোর একটি পায়ের হাঁটু পযন্ত কেটে ফেলা হল।
সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে
তুই তোর নিজ বাড়ি গ্রামে ফিরে গেলি।
তারপর থেকে তোর কোনো খবর জানি না।
বন্ধু তুই কেমন আছিস? কি খবর তোর?
তোর কি মনে পড়ে সুপ্রিয়া-র কথা!
যাকে তুই খুব ভালবাসতি। 
একদিন সুপ্রিয়া-কে বকুল ফুলের মালা দিয়ে বলেছিলি,
-তুমিই আমার একমাত্র ভালবাসা। আমার এই বকুল ফুলের মালাটি গ্রহন করো।
আর সুপ্রিয়া তোর কাছ থেকে মালাটি নিয়ে 
মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে ছিল।
আমরা ভেবে নিয়েছিলাম নীরবতায় সন্মতির লক্ষন।
কিছুদিন আগে সুপ্রিয়া-র বিয়ে হয়েছে।
শুনেছি স্বামী সংসার নিয়ে ভালই আছে মেয়েটি। 
আর আমি রোমানা-কে বিয়ে করেছি।
তুইতো জানতি আমি রোমানা-কে কতটা ভালোবাসি।
রোমানা প্রথম দিকে আমার প্রস্তাবে রাজি না হলেও পরবর্তী-তে রাজি হয়েছিল। 
বন্ধু শুভ, কেমন আছিস তুই? 
তোর কি মনে পড়ে সুপ্রিয়া-র কথা।
সেই কলেজ ক্যাম্পাসে বসে বন্ধুদের আড্ডা, রাজপথের মিছিলে অগ্নি ঝরা স্লোগান। 
হয়তো মনে পড়ে...   হয়তো পড়ে না...

----------------------------------------------------------
রেজাউল করিম রোমেল,
চাঁচড়া, রায়পাড়া, ইসমাইল কলোনি, 
যশোর, বাংলাদেশ। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত