দুটি কবিতা ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

দুটি কবিতা ।। দেবযানী পাল


দুটি কবিতা ।। দেবযানী পাল


জোছনা-স্নান


তোমায় পেছনে ফেলে চলে এসেছি
বহুদূর জোছনায়, ফেরার তাড়া নেই,
বসে আছি বিস্তৃত আলোকমালার মাঝে
তারিয়ে তারিয়ে উপভোগ করছি এই তারুণ্য।

আমার দুচোখের লাবণ্য ঝরে পড়ছে
উপচে পড়া সৌন্দর্য্যে যা একান্ত নিজের
আমি উর্বশী,মন্দাকিনী নই,কিন্তু কোনও
নিবিড় অরণ্যের দিনরাত্রির তাজা বাতাস।

জোছনায় ভেসে গেছি আমি,পিছনের 
অমাবস্যার হাতছানি নেই,আমিই ফিরে দেখিনি
অরণ্যের সোঁদা গন্ধ আমায় ভালোবাসতে চায়
আমি বন পলাশীর পদাবলী লিখতে বসলাম।

আনন্দের পদধ্বনি শোনা যাচ্ছে চারিপাশে
আকাশের পেঁজা মেঘের জয়ধ্বনি,বাতাসের
উল্লাস, আমি যেন চিরসখা তাদের সত্যে
তারা গুলো চোখ টিপে ইশারায় হাসছে দেখো।
 
 

সুঁজ 


সব জমি ফসল অধীন
ভেবে হোস আটখান!
আবাদী না হয়ে বিবাদী গহীন
বাস্তবাঘাতে তখন খানখান।

এমন যে হাসে খিল খিল
এরে উর্বর, তাজা কয়,
সবুজের ভারে অসীম নিখিল
দখিনা বাতাস বয়।

হৃদয় যদি দখিনা হয়!
পবন সে মুক্ত ভার
মন জানালায় জয় - পরাজয়
হৃদি আকণ্ঠে মনিহার।

মানব জন্ম সবুজে অবুঝ
গরল মেনে বিধি বাস
দিনে অন্তত একটু সুঁজ
এমন জীবন নয় পরিহাস।

গাহি সমবেত একাকীত্বের গান
অনুপাতে অনুতাপ যদি
নির্ভাবনায় আজও বিদ্যমান
টান থাক স্রোতে পারাপার নদী।

==============
 
দেবযানী পাল
নিউ ব্যারাকপুর

No comments:

Post a Comment