তিনটি লিমেরিক ।। হারান চন্দ্র মিস্ত্রী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

তিনটি লিমেরিক ।। হারান চন্দ্র মিস্ত্রী

তিনটি লিমেরিক ।। হারান চন্দ্র মিস্ত্রী  



খিদে   

           
মাত্র ক'দিন গিয়ে সারা শহর ঢুঁড়ে 
কয়েক বাড়ি ঘুরে পেলাম কিছু ভুঁড়ে,     
অনেক রক্তমাখা      
কাঁড়ি কাঁড়ি টাকা        
মগজ দিয়ে খেয়ে বেড়ায় তেড়ে ফুঁড়ে।   


২      

আমার ইচ্ছে          

    
তোমার জন্য ফুল এনেছি সদ্য গাছে থেকে      
তোমার খুশির জন্য আমি আতর নিলাম মেখে।     
তোমায় দিলাম ছুঁয়ে       
পড়লে তখন নুয়ে        
কাজে যাবার আগে নিত্য চাই যে তোমায় দেখে।      

বদবুদ্ধি  


অনেক বুদ্ধি পেটে আছে সে সব কথা ভিন্ন, 
চাকরিগুলো টাকায় বিকোয় - উঠছে এসব প্রশ্ন ।
ফেল করেছে টেটে       
হয়তো দেবে ছেঁটে     
একদিন যে পড়িয়েছিল থাকবে সে সব চিহ্ন।      
____________
 
 
হারান চন্দ্র মিস্ত্রী
পেশা-প্রাথমিক শিক্ষক 
গ্রাম ও পো- আমতলা,
থানা-ক্যানিং,
জেলা-দক্ষিণ ২৪ পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ,
পিন নং-743337


No comments:

Post a Comment