বরষা হলে
প্রশান্ত কুমার মণ্ডল
মেঘ করলে আকাশ ভারি
পড়বে ঝরে বৃষ্টি
সবুজ গাছে চমক লাগে
জাগবে মনে সৃষ্টি।
এখানে বৃষ্টি ওখানে রোদ
ঝল মল মল করে
এদিক খরা ওদিক বন্যা
বুকটা দুঃখে ভরে।
জল থৈ থৈ মাঠ ঘাট সব
কৈ মাছ সব ওঠে
বৃষ্টির ছোঁয়ায় মরা গাছ
চোখ দুটি বেশ ফোটে।
বরষা কাল বেজায় ভালো
চাষিরা খুশিতে হাসে
মাঠের কোলে ফসল সব
বুকের আলোয় ভাসে।
ঠিকানাঃ ১নংদিঘীরপাড়,পো:ক্যানিং টাউন
জেলা: দ-২৪পরগনা,পিন:৭৪৩৩২৯.
মোবাইল:৯৭৩৩৬৩৭২৩৭.
No comments:
Post a Comment