কবিতা ।। বলতে আছে মানা ।। নিরঞ্জন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। বলতে আছে মানা ।। নিরঞ্জন মণ্ডল


বলতে আছে মানা

নিরঞ্জন মণ্ডল


হাঁসজারুর এই দেশে
যায় না চলা রাজপথে আজ মানুষ ভালোবেসে।
সাদা কথার মাঝেও এখন ময়লা খোঁজাই চল
অন্ধকারের গন্ধ শোঁকার সবাক কোলাহল
চারপাশেতে, কল্কে পেতে  কুস্তি ছায়ার সাথে
নেপোর সাথে দোস্তি হলেই দই সন্দেশ পাতে!

বকচ্ছপের মতো
রঙবেরঙের দুইপেয়েরা বেড়ায় চরে যত
মঞ্চ দাপায় তারাই এখন, হাওয়ায় কাঁপন তোলে
গল্পে শোনা কল্পতরুর মগডালেতে ঝোলে
বাদুড় পারা আদুড় গায়ে গাছের যা--সব খায় ;
হাট্টিমাটিম-টিমের মতোই মিটমিটিয়ে চায়!

কাঠবুড়োদের দল
হেড অফিসের বড় বাবুর গোঁফ চুরিটার ছল
বোঝার আগেই খোঁজায় মেতে ছিঁড়তে থাকে দাড়ি
খুড়োর কলের চরকিপাকেই হারায় শেষে নাড়ি।
হুঁকোমুখো হ‍্যাংলারা সব নস‍্যি ঠুসে নাকে
শেষ কৃত‍্যের ধুম লাগাতে হাঁসজারুদের ডাকে!

চু-কিৎ-কিৎ খেলায়
দিন কেটে যায় গোঁফ-বাবুদের হেলায় গেলায় মেলায়!
ডিম পাড়ে রোজ হাট্টিমাটিম উদোম মাঠের ঘাসে
ছায়াবাজির ছায়ারা সব গোঁফ নাচিয়ে হাসে।
কাঁচকলাতে আদার মিশেল জমিয়ে দেবার পর
সাত তুড়িতেই হাওয়ায় ভাসায় কাঠবুড়োদের ঘর।

রামগড়ুড়ের ছানা
টাকচূড়ো সেই নগর খুঁজে চোখ করে তার কানা!
সুকুমারের তিনটে বুড়ো পণ্ডিতেদের দেখা
পায়নি আজও, হয়তো তাদের ভাগ‍্যেতে নেই লেখা!
সেই কারনেই আজও তাদের গজায়নিকো ডানা ;
লুকিয়ে আজও কোথায় তারা বলতে আছে মানা।
   
   (কৃতজ্ঞতা:--সুকুমার রায়।)
***************************

নিরঞ্জন মণ্ডল/উত্তর 24 পরগণা

No comments:

Post a Comment