পুজোর ছড়া ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

পুজোর ছড়া ।। গোবিন্দ মোদক

পুজোর ছড়া 

গোবিন্দ মোদক 

 
ঢ্যাম্ কুড়াকুড় বাদ্যি বাজে এলো শারদ মাস,  
দিঘির জলে  পদ্ম হাসে  নদীর ধারে কাশ !
খালে বিলে শাপলা-শালুক গাছে টগর, জবা,
প্রকৃতিটা সাজলো আবার দারুণ মনলোভা !
নীল-আকাশে সাদা-মেঘের হরেক ভেলা ভাসে,  
কুমোর-পাড়া ব্যস্ত হলো পুজোর অবকাশে !
চারিদিক জুড়ে যে তাই সাজো সাজো রব ,
মহালয়া-য় উঠলো বেজে আগমনী-র স্তব ! 
নতুন পোশাক, খাওয়া-দাওয়া মনে কতো আশা, 
মা আসছেন, মা আসছেন শারদ স্রোতে ভাসা !
ঢাকের তালে ধুনুচি নাচে ফুরিয়ে যায় পূজা, 
বছর বাদে  আবার এসো  ওগো দশভূজা !!
______________________________________

গোবিন্দ মোদক
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 
পশ্চিমবঙ্গ - 741103



No comments:

Post a Comment