ছড়া ।। ভূত বিদায় ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

ছড়া ।। ভূত বিদায় ।। দীনেশ সরকার

ভূত বিদায়

দীনেশ সরকার


আরে আরে ভবতারণ, চললে কোথায় ভায়া
তুমি নাকি কাল রাত্রে দেখেছো ভূতের ছায়া  ?
ছায়া দেখেছো ভায়া, তুমি ভূত তো দেখো নি ?
তাতেই তোমার হৃদকম্প, সঙ্গে আবার কাঁপুনি !
ভূতে তোমায় ধরলো নাকি ? চাপলো নাকি ঘাড়ে ?
চলো তোমায় গুনিন দেখাই, ওই দক্ষিণ খালপাড়ে ।
ওখানে কে থাকে জানো ? আমার মায়ের পিসে,
সে-ই জানে কোন্‌ ভূতটা তাড়াতে হবে কিসে ।
নামডাক যে তার বেজায় ভায়া, সাত গাঁয়ের লোক বলে -----
ঝেঁটিয়ে ভূত বিদায় করেন নিছক খেলাচ্ছলে ।
তুমি কি তার নাম শোনো নি ? কল্পতরু পান্ডা
ডান্ডা মেরে মেরেই তিনি করেন যে ভূত ঠান্ডা ।
নিদেনপক্ষে ষাটটি ডান্ডা পড়বে পিঠে ঘাড়ে,
দরকার হলে দশ-বিশ ডান্ডা বাড়তি পড়তে পারে ।
ষাটটি শুনে চমকালে যে, থামলো পায়ের কাঁপুনি,
ভূত কি তবে বিদেয় হ'লো ? বলো তো ভায়া শুনি ।
ধরলে নাকি বাড়ির পথ ? আরে কথাটা তো শোনো,
ভীতুর মনেই ভূতের বাসা, এই কথাটি মেনো ।

*********************************
 
 
 
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬

No comments:

Post a Comment