মানুষ
মুহা আকমাল হোসেন
পোশাক দেখলেই চিনতে পারছি
এরা কোন পৃথিবীর মানুষ।
হাত দেখলেই বুঝতে পারছি
লম্ব খাটো বাম ডান
হাতে হাতে চকচকে কুস্সা শানিত চাকু!
ঠোঁটের ফাঁক দেখলেই বুঝতে পারছি
কতটা বাঁচাল অপবিত্র,।
মানুষ খুঁজতে গিয়ে সবকটা ধর্ম পড়া হয়ে গেল
রক্ত ছাড়া ধর্ম নেই।
আজও আরন্য বেলার ভিতর শিকার শিকারী খেলা।
==========================
মুহা আকমাল হোসেন
ছোট সুজাপুর মালদা-৭৩২২০৬
No comments:
Post a Comment