আগমনী
সৌরভ পুরকাইত
তাই তো আসে প্রতি বছর আগমনীর ভোর।
শিশির ধোয়া স্নিগ্ধ প্রাতে নম্র করি মন
নূতন করে হোক না শুরু তোমার আবাহন।
হাজার বাধা আসেই যদি আসুক জীবনভোর
ভয়ের মাঝে সাঁতরে যাওয়া লক্ষ্য এখন মোর।
তোমার পরশ ছড়িয়ে আছে বিশ্ব ভুবনময়
আগমনীর সুরে সুরে তারই প্রকাশ হয়।
ক্ষুদ্র বলে ভাবি না আর কাঁদি না আর তাই
আমার মাঝে ছড়িয়ে আছে সারা ভুবনটাই।
আমার আশা মেটে না তাই তোমার আসা হয়
মহামায়ার মাঝেই আছে সে আনন্দময়।।
============
আঙ্গারু,ধনিয়াখালি
হুগলি
No comments:
Post a Comment