Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। তবুও ভালোবাসি ।। মহা রফিক শেখ


তবুও ভালবাসি

মহা রফিক শেখ


আমি জানি - খুব ভালো করে জানি।
তুমি কখনও আমার হবে না।
কোনও দিনও। কোনও কালেও।
তবুও বেহায়া মন বারবার,হাজারবার - 
তোমার দিকে ছুটে যায়।
এবড়ো - খেবড়ো রাস্তা - কত হোঁচট।
তবুও এ মন মানে না।
বাঁধন খুলে মিশতে চাই সুনিবিড় বন্ধনে।

আমি জানি, তোমার মনে আমার কোনো স্থান নেই।
তবুও অমি অচ্ছুৎ হয়ে থাকতে চাই।
উচ্ছিষ্ট ভালোবাসায় বাঁচতে চাই।
একাকী - একলা - অতি সংগোপনে।
ভালোবাসো আর নাই বা বাসো - 
আমি তো বাসি!

তোমায় কোনোদিন পাবো না জেনেও - 
তৃষ্ণার্ত চাতক হতে চাই।
বৃষ্টি নামুক আর নাই বা নামুক।
পথ হারা পথিক হয়ে - হারিয়ে যাবো।
কোনো এক বনবীথি র গহন তলে।
যেখানে শত শত প্রাণীর অব্যক্ত প্রেমের ভাষা।
আমি বোঝার চেষ্টা করবো - সেই ভাষা - সেই ভালোবাসা।
জানি, তোমাকে পাওয়া এত সোজা নয়, এতো সরলও নয়!
তোমার কাছ গেলে - এখনও আড়ষ্টতা আসে।
জড়তা ভর করে।
কখনও বা হাত দুটোও কাঁপে।
বলতে গিয়েও বলতে পারি না - অনেক না বলা কথামালা।
যে গুলো জমে জমে চাপের আরেকটা আলাদা হৃদয় তৈরী হয়।
অব্যক্ত ব্যথা বেদনায় - কাতরায় এই মন।

আমি জানি, তুমি আমাকে কোনো দিনও ভালোবাসবে না।
আমাকে পছন্দও করবে না।
আমার প্রতি এক বিন্দু উৎসাহও দেখাবে না।
তবুও এই ভাঙা মন বার বার সজীব হওয়ার চেষ্টা করে।
আঁকড়ে ধরে ভালোবাসতে চায় - লতানো বিরুতের মত।
তুমি বুঝ আর নাই বা বুঝ - 
গ্রহণ করো বা বর্জন করো!
তবুও আমি বেহায়ার মত ভালবে
সে যাবো।
জীবনভর .... আমরণ পর্যন্ত।

#################

মহা রফিক শেখ,  মহিসার, খড়গ্রাম,মর্শিদাবাদ, প ব - 7421



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত