কবিতা ।। তবুও ভালোবাসি ।। মহা রফিক শেখ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। তবুও ভালোবাসি ।। মহা রফিক শেখ


তবুও ভালবাসি

মহা রফিক শেখ


আমি জানি - খুব ভালো করে জানি।
তুমি কখনও আমার হবে না।
কোনও দিনও। কোনও কালেও।
তবুও বেহায়া মন বারবার,হাজারবার - 
তোমার দিকে ছুটে যায়।
এবড়ো - খেবড়ো রাস্তা - কত হোঁচট।
তবুও এ মন মানে না।
বাঁধন খুলে মিশতে চাই সুনিবিড় বন্ধনে।

আমি জানি, তোমার মনে আমার কোনো স্থান নেই।
তবুও অমি অচ্ছুৎ হয়ে থাকতে চাই।
উচ্ছিষ্ট ভালোবাসায় বাঁচতে চাই।
একাকী - একলা - অতি সংগোপনে।
ভালোবাসো আর নাই বা বাসো - 
আমি তো বাসি!

তোমায় কোনোদিন পাবো না জেনেও - 
তৃষ্ণার্ত চাতক হতে চাই।
বৃষ্টি নামুক আর নাই বা নামুক।
পথ হারা পথিক হয়ে - হারিয়ে যাবো।
কোনো এক বনবীথি র গহন তলে।
যেখানে শত শত প্রাণীর অব্যক্ত প্রেমের ভাষা।
আমি বোঝার চেষ্টা করবো - সেই ভাষা - সেই ভালোবাসা।
জানি, তোমাকে পাওয়া এত সোজা নয়, এতো সরলও নয়!
তোমার কাছ গেলে - এখনও আড়ষ্টতা আসে।
জড়তা ভর করে।
কখনও বা হাত দুটোও কাঁপে।
বলতে গিয়েও বলতে পারি না - অনেক না বলা কথামালা।
যে গুলো জমে জমে চাপের আরেকটা আলাদা হৃদয় তৈরী হয়।
অব্যক্ত ব্যথা বেদনায় - কাতরায় এই মন।

আমি জানি, তুমি আমাকে কোনো দিনও ভালোবাসবে না।
আমাকে পছন্দও করবে না।
আমার প্রতি এক বিন্দু উৎসাহও দেখাবে না।
তবুও এই ভাঙা মন বার বার সজীব হওয়ার চেষ্টা করে।
আঁকড়ে ধরে ভালোবাসতে চায় - লতানো বিরুতের মত।
তুমি বুঝ আর নাই বা বুঝ - 
গ্রহণ করো বা বর্জন করো!
তবুও আমি বেহায়ার মত ভালবে
সে যাবো।
জীবনভর .... আমরণ পর্যন্ত।

#################

মহা রফিক শেখ,  মহিসার, খড়গ্রাম,মর্শিদাবাদ, প ব - 7421



1 comment:

  1. বাহ্, অসাধারণ লিখেছো বৎস!

    ReplyDelete