কবিতা ।। এখন ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। এখন ।। প্রতীক মিত্র

 

এখন

প্রতীক মিত্র

 
ট্রেন থেমে আছে।
ঢুলুনি এসে যাচ্ছে।
জানলার ধারে বসে ঝিরঝিরে হাওয়ায়
দিবাস্বপ্নেরও অণুপ্রবেশ ঘটে যাচ্ছে।
মোটের ওপর ইতিবাচকের ভীড়ে 
একটা-দুটো নেতিবাচকও ঢুকে পড়ে।
কোনোটা বন্দীদশার, কোনোটা বা মৃত্যুর।
লোকজনের চলাফেরা, চিৎকার, ব্যস্ততা।
সাধতো ঝাপসা ঠেকে, সাধ্যেরাও যেন কত দুর;
দিবাস্বপ্নেরই যেন অংশ এই নাগরিক রুপকথা।
অন্যদিনও হয়।ট্রেন চট করে স্টেশন ছেড়ে বেরোতে পারে না।
আজও তাই। এবং এমন ভীড়
যেখানে উদ্যম ছাড়া বাকি সব অস্থির।
ঢুলুনি কাটাতে চা চলতে পারে;
কিন্তু এতদিনের জমা অপচয়, ব্যর্থতা…
সেগুলো কাটানো যাবে কি?
ট্রেনটা আদৌ ছাড়বে তো আজ?

=========================
প্রতীক মিত্র
কোন্নগর-712235, হুগলী, পশ্চিমবঙ্গ

No comments:

Post a Comment