কবিতা ।। কৈলাসে তোড়জোড় ।। শীলা সোম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। কৈলাসে তোড়জোড় ।। শীলা সোম



কৈলাসে তোড়জোড়

 শীলা সোম


কৈলাসে তে হরপার্ব্বতী করছেন আলাপন,

এমন সময় নারদের সেথায় আগমন।


মর্ত্ত্য হতে ঘুরে এসে নারদ কহেন বিস্তারিত,

করোনার ভয়ে মর্ত্ত্যবাসী, সবাই জর্জরিত।


কোথা থেকে এক মারণরোগ দিয়েছে যে হানা,

লকডাউন উঠে গেলেও, জমায়েত যে মানা।


মুখে মাস্‌ক্‌ পড়তে হবে মা, বাপের বাড়ী গেলে,

হাতে দেবে স্যানিটাইজার, ভোগের থালা পেলে।


লক্ষী ভীষণ রেগে বলেন, কী ভয়ানক কথা,

মাস্‌ক্‌ পড়ে চলতে হবে? মোরা স্বর্গের দেবতা।


অসুর নিধন করেছেন মা, মহিষমর্দিনী,

করোনা কে তাড়িয়ে হবেন, মা করোনানাশিনী।


অসুরটা লাফিয়ে ওঠে, বলে মর্ত্ত্যেতে যাই আগে,

শরৎ এলেই করোনাকে , পাব যে আমি বাগে।


আমিই করবো সংহার, মার দরকার নাই,

মানুষেরা ভয় পায় মোরে, করোনা কোন ছাই?


দেব সেনাপতি কার্ত্তিক, রেগে বলেন তখন,

আমায় দেখে, করোনা তখন করবে পলায়ন


শুঁড় দুলিয়ে বলেন গণেশকরোনা মন্দ নয়,

দূর করেছে হিংসা দ্বেষ, লোভকে করেছে জয়।


করোনা প্রভাবে এসেছে দেশে, সচেতনতা,

হাঁচলে, কাশলে, মুখে চাপা, হাত ধোবার প্রথা।


সরস্বতী বলেন ওঠে, হচ্ছে অনলাইনে ক্লাশ,

বড় আনন্দ পাই দেখে, পড়ুয়াদের উচ্ছ্বাস।


নন্দী, ভৃঙ্গী বাদ সাধে, বলে, মর্ত্ত্যে কী দরকার?

করোনা থেকে কে করবে মোদের উদ্ধার?


বাহনেরা যাবে সাথে,ভয় কি তাদের নেই?

মনটা তাদের নেচে ওঠে, শরৎ আসে যেই।


সিংহ বলে, শুনেছি পশুরাও পাচ্ছে না নিস্তার,

তবে, এইবার মর্ত্ত্যে গিয়ে কাজ নেই আমার।


ষাঁড়ের পিঠে চড়েই মা, যাবেন বাবার সাথে,

গেলো শুরু হয়ে তোড়জোড়, এবার কৈলাসেতে।।

======================




No comments:

Post a Comment