ছড়া ।। বৃষ্টি এলো ।। মধুমিতা ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

ছড়া ।। বৃষ্টি এলো ।। মধুমিতা ভট্টাচার্য


বৃষ্টি এলো

মধুমিতা ভট্টাচার্য 


লিখতে বসে কবিতাখানি,
ঝমঝমিয়ে বৃষ্টি এলো,
বিদ্যুতেরই ঝলকানিতে
কবির ভাষা জীবন পেল।

সোঁদা মাটির গন্ধ পেয়ে,
মন খানি মোর মাতাল আজি!
অন্তমিলের ছন্দ খানি
ধীরে ধীরে উঠল সাজি।

উঠল জেগে কেশর মেলে
বৃষ্টি ভেজা কদম ফুল ,
শব্দ ধারায় সিক্ত হয়ে
মন যে  আজ হলো আকুল।

।।।।।।।।।।।।।।।।।।।

ডা: মধুমিতা ভট্টাচার্য 
44/8 Raja Rammohan Roy Road 
Metro Park 
Kolkata 700082

No comments:

Post a Comment