কবিতা ।। চালশে ।। সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। চালশে ।। সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়


চালশে

সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়


চোখে চালশে
মন আলসে
ভালো কিছু দেখি না যে আজ
নেই ছন্দ
দ্বিধা দ্বন্দ
করিনা যে ভালো কিছু কাজ
দিন গেল
সন্ধ‍্যে হল
পাততাড়ি গুটাবার সাজ
জানি না কখন
কাল সমাপন
পড়বে যে মাথাটায় বাজ।।

==========
 
 
সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়
সৌদামিনী নগর, মোড়পুকুর
হুগলী, ৭১২ ২৫০
৯৯০৩৬৭৬১৮৩

No comments:

Post a Comment