কবিতা ।। ইন্দ্র মেঘওয়াল ।। জীবনকুমার সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। ইন্দ্র মেঘওয়াল ।। জীবনকুমার সরকার


ইন্দ্র মেঘওয়াল 

জীবনকুমার সরকার 


 

ইন্দ্র মেঘওয়াল 

আরও একটি শহিদের নাম 

আরও একটি কদর্য ভারতবর্ষের নাম। 


হাজার হাজার বছর ধ'রে 

হত্যা, লুট, ধর্ষণ করেও 

মনুর সংবিধান ক্ষান্ত হয়নি। 


প্রতিনিয়তই জন্মভূমিতে 

আমাদের মুণ্ডুছেদন করা হচ্ছে 

কাটা হচ্ছে আঙুল 

পোড়ানো হচ্ছে জীবন 

কেড়ে নেওয়া হচ্ছে সোনালী সূর্য,

জমি-জায়গা-চাকরি 

ঘরবাড়ি-বাসস্থান 

আর বেঁচে থাকার সব অধিকার। 


ইন্দ্র মেঘওয়াল 

আরও একটি শম্বুকের নাম, 

চারদিকে ভক্তরা তির-ধনুক-কাঁটাতার 

আর ধারালো মনুর রশিতে 

আমাদের বেঁধে ফেলছে।


ওরা ভারতবর্ষটাকেই ইন্দ্র মেঘওয়াল বানাতে চায়।

ইন্দ্র হত্যার বদলা চেয়ে জ্বলে উঠুক 

একলব্য ভারত


================



No comments:

Post a Comment