ছড়া ।। এলোমেলো ।। বিপত্তারণ মিশ্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

ছড়া ।। এলোমেলো ।। বিপত্তারণ মিশ্র

এলোমেলো 

         বিপত্তারণ মিশ্র 


আম গাছেতে ডিম ধরেছে 
    হাঁস পেড়েছে জাম, 
মাঠের ফসল মন্ডা মিঠাই 
     ভুতের মুখে রাম। 
     
অমাবস্যায় চাঁদ উঠেছে 
       পূর্ণিমাতে শনি, 
তেলের কলে কয়লা বেরোয় 
    খনির ভেতর ননি।

জলহস্তী ডানা মেলেছে 
     হাতিরা সব জলে, 
পানকৌড়ি পান পাতা খায় 
    গাছগুলো সব চলে।
    
বাদল দিনে রোদের মেলা 
     রাতের বেলা রামধনু  
দোয়েল পাখির দাঁত খিঁচানো 
     গান গেয়ে যায় হনু। 

  --------------------

Bipattaran Misra 
Shantimoyee Bhawan 
Green Park, Saraitikar Road, Amtala 
Burdwan, PO-Rajbati, PIN-713104 
Mob/Whatsapp-6297957386 

No comments:

Post a Comment