কবিতা ।। শরৎ এলে ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। শরৎ এলে ।। রঞ্জন কুমার মণ্ডল

শরৎ এলে

রঞ্জন কুমার মণ্ডল

শরৎ এলে আকাশেতে সাদা মেঘের ভেলা 
শরৎ এলে মন খুশিতে সবুজ যে গাছপালা।

শরৎ এলে জল থই থই পুকুর নদী জলা
শরৎ এলে টলমল জল মাছের সাঁতার খেলা।

শরৎ এলে শালতি চেপে শাপলা তোলে ছেলে
শরৎ এলে দীঘির জলে পদ্ম-শালুক দোলে।

শরৎ এলে দোলায় মাথা ক্ষেতের সবুজ ধান
শরৎ এলে নদীর বুকে মাঝির  ভাটি গান।

শরৎ এলে বাউল ফকির একতারাটি বাজায়
শরৎ এলে আগমনী সুর মনকে যে মাতায়।

শরৎ এলে বাতাস ভারি শিউলি ফুলের গন্ধে
শরৎ এলে মাধবীলতা দোলায় মাথা ছন্দে।

শরৎএলে নদীর চরে দুধ সাদা কাশ দোলে
শরৎ এলে প্রজাপতি রঙিন পাখনা মেলে।

শরৎ এলে ফুলের বনে অলি যে গান গায়
শরৎ এলে জ‍্যোৎস্নালোকে রাত যে মোহময়।

শরৎ এলে নতুন পোষাক সবাই নতুন সাজে
শরৎ এলে মন মাঝারে ঢাকের বাদ‍্যি বাজে।

শরৎ এলে পুজো প‍্যাণ্ডেলে আলোর রোশনাই 
শরৎ এলে দুর্গা মায়ের  আশিসে শান্তি  পাই।

শরৎ এলে ঋতু শরৎ ছড়ায় রঙিন আলো
শরৎ এলে শারদোৎসবে সবাই থাকে ভালো।

                      ---   ---   ---   ---


রঞ্জন কুমার মণ্ডল 
সারাঙ্গাবাদ, মহেশতলা(থানা)
দক্ষিণ ২৪পরগণা। পিন- ৭০০১৩৭.

No comments:

Post a Comment