Featured Post
কবিতা ।। শরৎ এলো বলে ।। গোপা সোম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শরৎ এলো বলে
গোপা সোম
এলোরে এলোরে শরৎ, এলো শারদীয়া,
আনন্দেতে ভরে ওঠে বাঙালীর হিয়া।
ডাল ভরে শিউলির কুঁড়ি, ফুটে ওঠে, ফুল,
বাতাসে ছড়ায় সুবাস, মন করে আকুল।
ভোর বেলায় গাছ হতে ঝরে ঝরে পড়ে,
শুচি শুভ্র ফুলেতে যায়, আঙিনা ভরে।
জলাশয়ে ফুটে ওঠে পদ্ম থরে থরে,
সাদা সাদা কাশ ফুলেতে মাঠ-ঘাট ভরে।
পাল তোলা মেঘেরা সব নীলাকাশে ভাসে,
মায়ের আগমনী সুর আকাশে, বাতাসে।
ঘরে ঘরে, উৎসবের নানা আয়োজন,
জল্পনা হয় যে কত, নিয়ে পরিজন।
বাঙালীর ঘরে পড়ে বিপণনের ধূম,
নতুন জামা-কাপড়ে, পূজোর মরশুম।
কার কটা নতুন জামা, নিয়ে বাধে গোল,
কচি-কাঁচাদের আনন্দের হিল্লোল।
বিদেশে প্রবাসীর মন হয় উচাটন।
বঙ্গে ফেরার তরে, ব্যাকুল হয় মন।
কুমোরটুলিতে চলে জোরকদমে কাজ,
শিল্পীর নিপুণ হাতে প্রতিমার সাজ।
ছোট ছেলেদের পড়ায় বসে না যে মন,
মায়ের প্রতিমার চিন্তা অনুক্ষণ।
মণ্ডপ হয় যে কত এখানে, সেখানে,
মান রক্ষা করতে, নিজ নিজ স্থানে।
মণ্ডপ প্রতিমায় জোর প্রতিযোগিতা,
কোন্ পূজো হবে সেরা সম্মানে ভূষিতা।
মেলা বসবে কোথাও, কত না আহ্লাদ,
বেলুন, বাঁশী, তেলেভাজা যাবে না যে বাদ।
দুর্গাপূজো বাঙালীর সেরা উৎসব,
শরৎ এলে বাঙালীর, বাড়ে কলরব।
========
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন