Featured Post
তিনটি কবিতা ।। আবদুস সালাম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
তিনটি কবিতা ।। আবদুস সালাম
সাক্ষাৎকার
মানবতা কাঁদে
মানবতার অপমান কি ধর্মের অঙ্গ? বিশ্বাস-অবিশ্বাসের ধোঁয়ায় ঝাপসা হয় সংস্কৃতির উঠোন
সত্যকে অসত্যের জলে ডুবিয়ে মজা দ্যাখে ভ্রান্ত মানুষ
লুণ্ঠিত হয় মানবতা --- গা শিউরে ওঠে
অবিশ্বাসকে তুমি বিশ্বাস ভাবতেই পারো ক্ষতি নেই
আদিম মানুষের অঙ্গ ধোয়া জল অমৃত; খেতে তো কেউ নিষেধ করে নি
আপনার বিশ্বাস নিয়েই আপনি থাকুন
দাও অসত্যকের সত্য বলার আদেশ, বুলডোজার চালিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আদেশ
আমাদের ভয় তো সেখানেই
ভয় পায় তোমাদের মর্মান্তিক হাহাকার বিছিয়ে রাজ ধর্ম শেখানোর কৌশলকে
মানবতার দুয়ারে তালা মারে ধর্ম মানুষ
বিধ্বস্ত পাড়ায় ফেনীত হয় কলরব
টুকরো টুকরো হাহাকার ছড়িয়ে রেখেছো পথে
হাত দিয়েছো খাবারের থালায়
হাত দিয়েছো পোশাকে
পাড়ায় পাড়ায় ধ্বনিত হচ্ছে গ্রাম ছাড়বার নির্ভেজাল নির্দেশ
মৃত্যু আমাদের পাহারা দিচ্ছে রোজ
মৃত্যুর কিনারায় শুনি বিশ্বাস হারানোর গান
মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে দেখি ভ্রান্ত আরাধনার মঞ্চ;
অসংলগ্ন নির্দেশ
মানবতার মাঠে মুখ থুবড়ে পড়ে শান্তির পায়রা
ধর্ম নিয়ে অধর্মের খেলায় সব মত্ত প্রতিবেশী মানুষ
ধর্ম পুরুষ রক্ত হোলি খেলতে বেশি ভালোবাসেন
প্রচ্ছন্ন মদত জোগায় আমাদের বিনম্র ভগবান
ভুলতে বলো এটা আমাদের দেশ নয়
ধর্ম মানুষ ইতর হয় ধর্মের সুড়সুড়িতে
মানবতা কেঁদে মরে
তবু ও ভালোবাসি
নিষ্ঠুরতা শিখিনি বলেই যত মুশকিল!
এসো ক্ষমতার ভাষা এখন শিখে নিই চারিদিকে খেলা করছে পরিহাস
বিচিত্র কোলাহল মিলেমিশে নিপাতনে সিদ্ধ বিষন্ন প্রহর
জ্যোৎস্নার দেহ থেকে ঝরে পড়ছে ইন্ধন মৌলিক অধিকার পাওয়ার সব রাস্তা এখন বন্ধ
কেড়ে নাও মুখের ভাষা
নোঙর ছিঁড়ে দাও উদ্ধত নৌকার
অজানা সংকেতে পথের নিশানা বদল হয়েছে বারবার
যাকনা ঢেকে সব তারারা
যাকনা ভেঙে ভালোবাসার ঘর
তবু আলো মাখা ভবিষ্যতের অপেক্ষায় দিন যাপনের অঙ্গীকার করি রাষ্ট্রের কাছে
#####################
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন