প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

স্বাধীন পেয়েছি দেখ দেখ অনেক বছর হয়ে গেলো কিন্তু প্রকৃত অর্থে এই স্বাধীনতা কতটা প্রসারিত হল জনমানুষে? এ প্রশ্নের সামনে দাঁড়িয়ে একটা ভিন্ন ছবি ফুটে ওঠে। এই স্বাধীনতার দুটি ধারা প্রথম ধারায় স্বাধীন কী কীভাবে তার বিস্তার ঘটেছে এই নিয়ে চর্চা চুল চেরা বিশ্লেষণ করে চলেছেন।
অন্য ধারায় স্বাধীনতা কী খায় না মাথায় দেয় এ নিয়ে নিরুৎসাহ জিজ্ঞেসা। যারা দিন আনে দিন খায় তারা কখন এটা বাড়ছে কখনই কমছে এবিষয়ে চিন্তার অবকাশ নেই। যারা রক্ত দিয়ে স্বাধীনতা লিখে গেল তাদেরই বা কী স্বপ্ন ছিল। সেই স্বপ্নের অতি বর্তমান পরিস্থিতি দিকে নজর দেওয়া যাক,
রাতের একটা নিদিষ্ট সময়ের পর একটি মেয়ে বাইরে
বের হতে গিয়ে স্বাধীনতা শব্দের অর্থ হাড়ে হাড়ে টের পায়।
চাকরি বাকির ক্ষেত্রে স্বাধীনতা শব্দটি প্রায় ঝাপসা।
দলীয় রঙের বাইরে এলেবেলেদের চরম উপেক্ষা।
আর একদল বুদ্ধিদীপ্ত পন্থায় দারিদ্র্য বেচে খায়।
লাভের কড়ির কোন অংশ এই প্রান্তিক মানুষগুলো জন্য নির্ধারিত হয় কী? বিজ্ঞাপনে জগতে সব কিছুই বিপণন সামগ্রী। কোন ব্যক্তি যখন 'স্বাধীন ও প্রান্তিক মানুষের জীবন যাপন' বিষয়ে বক্তৃতা দিচ্ছেন তখন এর সুন্দর ভিডিও তৈরি হচ্ছে । তারপর এ ভিডিও ফেসবুকে কটা লাইক পেলো এ নিয়ে গর্বের হাসি।
এ পর্যন্ত বলার পর প্রশ্ন উঠবে তাহলে স্বাধীনতার কী পড়ে রইল। কেন স্বাধীনতা দিবসের ভোরে দেখেনি
কচিকাঁচাদের তিরঙ্গা পতাকা হাতে উদ্যাম দৌড়
ওদের সবার হাতে নরম টগর ফুল,নাম না জানা ফুলের মালা আমি ভুল বলছি কী
স্মৃতির পাতা উল্টান। বেশি দূর যেতে হবে না আর কয়েক দিন বাদেই তো অন্তরিক্ষ জড়ো হবে হাজার হাজার শহীদ
তাদের স্বপ্নের বাস্তবায়ন প্রত্যক্ষ করতে। চলুন আমরাও
সরকার সরকার ছেড়ে দিয়ে ট্রেন বাস ভাঙা বন্ধ করি।যেখানে সেখানে নোংরা ফেলা বন্ধ করে স্বাধীনতার উঠোনটাকে পরিস্কার রাখি।
ছবি আঁকি বিনিদ্র সৈনিকের, যারা স্বাধীনতা মানে যে কোন পরিস্থিতিতে দেশরক্ষা বোঝে।
Kajal Acharaya
Elson Sapphire, A-4, Bl-1
Rabindrapally (Near Chandi Mondir)
P.O- Nabapally
P.S- Barasat
Dist- North 24 Parganas
pin- 700126
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন