Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

দুটি কবিতা ।। কার্ত্তিক মণ্ডল

 দুটি কবিতা ।। কার্ত্তিক মণ্ডল

 

স্বাধীনতা

 
স্বাধীনতা মানে ডানা মেলে ওড়া
বাধাহীন উন্মুক্ত আকাশ
শির তুলে চলা আর বলা
প্রাণ খুলে নেওয়া শ্বাস। 

স্বাধীনতা মানে সমান অধিকার
তোমার কিম্বা আমার
থাকবে না ভেদ উঁচুতে নীচুতে
মিলেমিশে একাকার। 

স্বাধীনতা মানে ত্রিবর্ণ পতাকা
শৌর্য ত্যাগের মুর্তি
সব শহীদদের বলিদানে পাওয়া
স্বাধীনতা করি পুর্তি। 

স্বাধীন মানুষ স্বাধীনতা পাক
বিকশিত ফুল সৌরভ
ভারত স্বাধীন সারাটা বিশ্ব
বন্দনা গায় গৌরব। 
 

স্বাধীনতা খুঁজছি আমি

                               
১৫ই আগস্ট এলে সবাই মত্ত মাতাল তাক ধিনা ধিন
দু'হাত তুলে নাচতে থাকি আমরা স্বাধীন; আমরা স্বাধীন;
পথসভা উচ্চ ভাষণ নেতা মন্ত্রীর গাল ভরা বাত
সদলবলে ফিষ্টি চলে ডিজির তালে সারা দিনরাত। 
শহীদদের ফোটো সাজাই একটু আধটু দীপ ও ধূপে
ত্রিবর্ণ পতাকা উড়িয়ে দিই ঘরে ঘরে স্বাধীন রূপে। 
গান কবিতা জাতীয়তাবোধ ফুলকি ফোটে মুখে মুখে
এই দিনটা গেলেই দেখি সব গিয়েছে চুকেবুকে। 
স্বাধীনতা খুঁজতে থাকি কৃষকের ঐ উঠোন দোরে
স্বাধীনতা খুঁজতে থাকি চাল ফুটো ঐ দুখির ঘরে। 
স্বাধীনতা কোথায় বলো? মাঝি মল্লা কোল রমনীর
আল খুঁটিয়ে খাবার খোঁজে দুই চক্ষু ছল ছল নীর। 
আমরা স্বাধীন আমরা স্বাধীন আনন্দতে ভাসছি সবাই
মটনকারী খাচ্ছে কেউ,কারও ঘরে খাবার টুকু নাই। 
কেন তাদের চালটা ফুটো,শুদ্ধ জলের বেশ হাহাকার
বলতে পার বলতে পার এমন স্বাধীনতা কার দরকার। 
স্বাধীন হব পাখির মত, খোলা আকাশ সবার ঘর
জাতপাত আর ধর্মে মোদের করবে নাকো আপন পর। 

তাইতো আমি যাচ্ছি খুঁজে এমনতর স্বাধীনতা
সবাই সমান,আপন মত, নাই সেখানে দীনহীনতা।
 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান