কবিতা ।। স্বাধীনতা ।। জীবন সরখেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। স্বাধীনতা ।। জীবন সরখেল


স্বাধীনতা

জীবন সরখেল 

 
শহীদ ক্ষুদিরাম নেতাজী 
বিনয় বাদল দিনেশ 
দেশের স্বাধীনতার জন্য 
সয়েছেন লাখো ক্লেশ।
প্রীতিলতা মাতঙ্গিনীর 
ত্যাগ কী ভুলতে পারি?
ভগৎ সিং রাজগুরু সুখদেব 
মুক্তির তরবারি ।
বাঘা যতীন লালা লাজপত 
মহাত্মার অবদান 
প্রফুল্ল চাকীর আত্মত্যাগ 
স্বাধীনতার সোপান।
বাল গঙ্গাধর রাসবিহারী 
মাস্টারদা সূর্য সেন 
ঋষি অরবিন্দ দিশায়
পায় স্বাধীনতা ফ্রেম ।
সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে 
লাখো গুণীর লড়াই 
গুপ্ত ধন মান প্রাণ উৎসর্গেই
স্বাধীনতার বড়াই।
_______________

No comments:

Post a Comment