কবিতা ।। শির রয়েছে নিচু ।। অমিত কুমার রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। শির রয়েছে নিচু ।। অমিত কুমার রায়

শির রয়েছে নিচু

অমিত কুমার রায়


সত্যি দাদা ঠিক বলছো 
আগুন লাগলে কোথাও 
দমকলে খবর করি
দায়িত্ব ভাই এড়াও!
পুকুর খোঁজার ছলে চলি
জলের খুঁড়ি কুয়ো
আসল ব্যাপার চাপা পড়ে 
আস্ত আমরা ভুয়ো !
ধর্ষণটা ভারি খারাপ 
ধর্ষকরা পাজি
খুনি যারা আড়াল তারা 
এমনি সবার বাজি!
অশিক্ষা কুশিক্ষা সব
ঘরেই বসে শেখা 
আসল কথা আমরা সবাই 
ভাগ্য লিপি রেখা!
ভুবন জোড়া ধর্ষকরা
ঘুরছি মূর্খ রাজার পিছু 
দিন বদলায় তবুও হায়
শির রয়েছে নিচু!
দিন যতো যায় 
পুকুর ডোবা নদী নালায়
বর্জ্য ফেলার ধূম
মনের মধ্যে জমছে নরক
চড়ছে ঘাতক 
সংহতি খায় চুম!
শিশু শিক্ষা করলে রক্ষা 
শুভ হবে মন
সবাই জাগবে শুদ্ধ জীবন 
নইলে সবাই ধর্ষক ঘাতক 
প্রমাণ প্রতি ক্ষণ
চাই মানুষের মানবতার জাগরণ।

================


--- অমিত কুমার রায়
ঝিখিরা  জয়পুর  হাওড়া ৭১১৪০১

No comments:

Post a Comment