Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

কবিতা ।। স্বাধীন হয়ে ও দেশ পরাধীন ।। সুনীপা শী

স্বাধীন হয়ে ও দেশ পরাধীন 

সুনীপা শী


এ দেশ ছিল এক দিন, ইংরেজ দের হাতে
                       ছিল পরাধীন হয়ে।
দেশে ছিল ইংরেজ দের শাসন। 
বিপ্লবীরা ১৯৪৭ সালে ১৫ আগষ্ট,-
এই দেশ কে করেছিল স্বাধীন। 
দেশের জন্য বিপ্লবীরা দিয়েছেন প্রাণ। 
হাসি মুখে গলায় পরেছেন ফাঁসির দড়ি।
শরীর থেকে ঝড়িয়েছে কত রক্ত। 
সয্য করেছেন, তারা চাবুকের আঘাত। 
তবুও মুখ খোলেনী তারা।
তাদের মুখে ছিল শুধু একটাই নাম- 
বন্দেমাতরাম, বন্দেমাতরাম, বন্দেমাতরাম। 
সত্যি, বিপ্লবীরা কত লড়াই করে ,
এ দেশ থেকে তাড়িয়ে ছে ইংরেজ দের কে।
দেশ আজ হয়েছে স্বাধীন। 
কিন্তু, সত্যিই কি দেশ......
আজ স্বাধীন হয়েছে ?.....না।
দেশ যে এখনও পরাধীন হয়ে আছে ।
পরাধীন হয়ে আছে ,দেশের মানুষ। 
ঐ রাজনীতির নেতা মন্ত্রীদের হাতে।
পরাধীন হয়ে আছে ,
একটা শিশু তার মায়ের কাছে।
আজ দেশের নেতা মন্ত্রী রা  -
সাধারণ মানুষের প্রতি করছে কত অন্যায়।
নেতা মন্ত্রীদের সব থেকে বড় অন্যায় হলো-
ভোটের সময় সাধারণ মানুষের কাছ থেকে,
তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া।
সাধারণ মানুষ প্রতিবাদ করলে ,
নেতা মন্ত্রীরা বলেন - 
নেই কি তোমাদের জীবন এর ভয়? 
ইচ্ছা কি নেই পরিবার কে বাঁচাবার? 
সাধারণ মানুষের মুখ বন্ধ করে দেয় -
ভয় দেখিয়ে, অথবা কিছু টাকা দিয়ে।
তাই কষ্ট হয়  আমার ও অনেক মানুষের। 
আচ্ছা নেতা মন্ত্রীদের লোক কত জন 
দশ,বিশ,অথবা হাজার। 
আমরা সাধারণ মানুষের দল-
 হাজার হাজার কি তার ও বেশি।
এই হাজার হাজার মানুষ যদি এক হয়
তাহলে ,নেতা মন্ত্রীরা মুখ লুকবার জায়গা পাবে না ।
স্বাধীন দেশে জন্ম নিয়ে জনসাধারণ- 
বিপ্লবীদের মতন অতো সাহসি নয় ।
সাধারণ মানুষ ভয় পায় মৃত্যুকে ।
তাই চোখ থেকেও, তারা আজ অন্ধ ।
শুনতে পেয়ে ও ,আজ তারা কালা ।
মুখের ভাষা থেকেও  তারা আজ বোবা।
অনেক মানুষের মনে হয়-
বেঁচে থেকে ও যেনো মরে আছি।
 বিপ্লবীরা এই দেশ কে করেছিল স্বাধীন।
তাড়িয়ে ছিল এদেশ থেকে ইংরেজদের কে।
কিন্ত,দেশের মানুষ এখনও পরাধীন হয়ে আছে।
ঐ রাজনীতি র নেতা মন্ত্রীদের কাছে।
দেশের মানুষ বাঁচতে পারেনি স্বাধীন ভাবে।
পায় নি তারা  এখনও  তাদের স্বাধীনতা।।

===================
সুনীপা শী, গ্রাম -মামুদপুর থানা- ফলতা 
পোষ্ট- রাজারামপুর জেলা -দক্ষিণ ২৪পরগনা পিন ৭৪৩৫০৪

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান