কবিতা ।। ১৫ই আগস্ট ।। প্রিশিতা পরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। ১৫ই আগস্ট ।। প্রিশিতা পরী

১৫ই আগস্ট

প্রিশিতা পরী


হে ভারতবর্ষ তুমি কি চির অমরত্ব তোমার এ উচ্চাশা মানবের স্বত্ব
মানব হয়েছে মানবের যম  প্রতিহিংসায় নয়কো পশুর কম।
অর্থের মত্তে পাপের বিধানে ছলে বলে কৌশলে স্বার্থের সোপানে।
কত শহীদের বুকের রক্তে পড়েছ তুমি রক্ত মালা 
খোঁজ রাখে কি এই মানুষেরা অর্থ নেশায় আত্মভোলা।

এই স্বাধীনতা চেয়েছিল তাঁরা  ভাই ভাইকে কোপ মারা
তবুও আমি স্বপ্ন দেখি  শহীদের বাণী স্মরণ করি।
মুছে যাবে এই হানাহানি মত্ততা আর হিংস্রতা
সবার মনে আসুক শান্তি স্বাধীনতা হোক জীবন ক্রান্তি।

'৪৭ এর ওইদিনটা আসুক ফিরে সজীবতার মুক্তো হীরে।
এইভাবনায় ঐযে দেখো আকাশে ওড়ে পতাকা
ভারতবাসীর নবপ্রচেষ্টা  তিনটি রঙে হয়েছে আঁকা।

চাইবো আমি নবীনদের কচি কচি মুখ
যাদের রক্তে মিশিয়ে দেব স্বাধীনতার সুখ।
এরাই  আসল ভারতবাসী নব আদর্শে সলিল যাত্রী।
তোমরা জাগাও নবশিহরণ নব আলোড়ন এই বুকে
কঠোর হস্তে বজ্রধ্বনিতে সামনে এসো ঝাঁকে ঝাঁকে।

No comments:

Post a Comment