কবিতা ।। স্বাধীন দেশে ।। প্রবীর বারিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। স্বাধীন দেশে ।। প্রবীর বারিক

স্বাধীন দেশে

প্রবীর বারিক 


আমরা স্বাধীন নইকো অধীন বলছে কচি বালক
ভবিষ্যতে আমরা হব দেশের প্রধান চালক।
ছোট্ট হাতে ধরে তেরঙ্গা, বলছে ভারত স্বাধীন
স্বকালের খোঁজ রাখে না,  নাচে তাতা তাধীন।

ইংরেজরা দেশ ছেড়েছে নিস্তার নেই তাতে
বর্তমানের শাসক শ্রেণি  হাতে মারে ও ভাতে।
স্বদেশীকতা হারিয়ে গেছে ঔপনিবেশিক শাসন 
আজও দেখি লাগু আছে মন ভোলানো ভাষণ।

মুষ্টিমেয় মানুষ দ্বারা দেশটা রসাতলে
আমজনতা হাতের মোয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে।
দেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে জমায়
হাতের নাগাল পায় না কারো  গণতন্ত্র কোমায়।

যাদের হাতে শাসন ভার তারাই সাজে ভক্ষক
পরাধীনতার ছড়ি ঘোরায়  মুখোশধারী রক্ষক।
দেশপ্রেমিক সংগ্রামী সব  থাকে বইয়ের পাতায়
বড় বড় রাজনীতিবিদ থাকে দেশের মাথায়।

আইন কানুন বিচার সভা অন্ধকূপে কাঁদে
মোটা অর্থে বিক্রিত আজ  শিকল বাঁধা ফাঁদে।
আজও নারী গুমরে কাঁদে পণপ্রথার বিষে
মরছে কত বিত্তহীন জাঁতাকলে পিষে।
 
===============

প্রবীর বারিক 
ডোকরা, নয়াগ্রাম, ঝাড়গ্রাম 

No comments:

Post a Comment