কবিতা ।। স্বাধীনতা ।। অঞ্জনা গোড়িয়া সাউ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। স্বাধীনতা ।। অঞ্জনা গোড়িয়া সাউ

স্বাধীনতা 

অঞ্জনা গোড়িয়া সাউ 


সবাই বলে স্বাধীন আমরা স্বাধীন আমার দেশ,
বুঝি না কিছু, কিসে স্বাধীন মানুষে মানুষে বিদ্বেষ। 
ইতিহাস বলে হয়েছি স্বাধীন ৪৭-এর আগষ্ট মাসে।
বুঝি না সত্যি, কী আছে লেখা  স্বাধীনতার ইতিহাসে? 
প্রতিদিন ওঠে নতুন সূর্য রাঙা হয়ে  ধরনী তলে,
শিশুর হাসি,নারীর সম্মান তবু শোষকের পদতলে।

প্রতিদিনই পাখি গেয়ে ওঠে গান মুখরিত আসমান। 
লড়েছিল যারা স্বাধীনতা চাই, আজও যারা অম্লান।
যারা তিলে তিলে গড়ে ছিল ভারত, নিজেদের আত্মত্যাগে, 
তারা আজও পেল না সম্মান, স্বাধীন ভারত ভূমে।
আজও দেখি লড়ছে নারী, পথে ঘাটে বাসে,
আজও নারী প্রতিনিয়ত লুন্ঠিত পুরুষের সন্ত্রাসে।
চারিদিকে বিদ্রোহ সন্ত্রাস অত্যাচার লুটতরাজ দিকে দিকে। 
তাকিয়ে দেখি কাঁদছে কত শতসহস্র মা,কাঁদছে ভারত মাতে।
 আজও দেখি লড়ছে নারী শিশু পুরুষ আজও চলছে লড়াই, 
বাঁচার লড়াই, ক্ষিদের লড়াই সম্মানের লড়াই।
বুঝি না কিছু স্বাধীনতা কী, এই কি স্বাধীনতা? 
লড়াই চলছে আজও খুঁজি কোথায়  মানবতা?

No comments:

Post a Comment