কবিতা ।। স্বাধীনতা কোথায়? ।। পুনম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। স্বাধীনতা কোথায়? ।। পুনম

স্বাধীনতা কোথায়?

পুনম


স্বাধীন দেশের কাছে আমার একটাই প্রশ্ন 
স্বাধীনতা কি ? স্বাধীনতা কোথায় ?
সমাজের কাছে আমি জানতে চাই 
স্বাধীনভাবে বেঁচে থাকা ঠিক কি রকম!
আজ মাতৃক্রোড়ে অসম্পূর্ণ ভ্রূণটি 
স্বাধীনভাবে জন্ম নিতে পারে না ,
কুচি কুচি করে তার ছোট্ট মাংসপিণ্ড কেটে ফেলা হয়
হাজারো কারণ তাকে গলা টিপে হত্যা করে!
যাতে তার রক্তের দাগ কলঙ্ক বয়ে না আনে!
আজ ছোট্ট শিশুরা তাদের শৈশব হারায় 
তোতা পাখির মতো তাদের শেখানো হয় কঠিন সব শব্দ
লাগাম টানা হয় আগামী ইঁদুর দৌড়ের প্রস্তুতি নিতে !
আজ কিশোরদের স্বাধীনভাবে স্বপ্ন দেখার অধিকার কোথায়?
তাদের স্বপ্ন পিষে যায় সুরক্ষিত ভবিষ্যতের চিন্তায় 
চাপা পড়ে যায় হাজারো গান ,কবিতা, কত অনবদ্য সৃষ্টি!
যৌবনে পা দেয়ার সাথে সাথে মগজে ঢুকিয়ে দেওয়া হয়
দায়িত্ববোধ নামে নির্মম বাস্তবতার নিষ্ঠুরতা
যার নিচে চাপা পড়ে অষ্টাদশীর প্রেম, যৌবনের উচ্ছলতা!

আচ্ছা স্বাধীনতা ঠিক কি? কোন বয়সে আসে!
কারাগারের বন্দী থাকতে থাকতে মন সংকীর্ণ হয়
সুন্দর স্বপ্নগুলো আকাশকুসুম মনে হয়!
স্বপ্ন দেখতে ভয় হয়, কষ্ট পেতে হবে জন্যে !

স্বাধীন দেশে আমরা ঠিক, স্বাধীন নই 
পরাধীন কিছু মানসিকতার বেড়াজালে আবদ্ধ! 
স্বাধীনতা দাবি করলেই এখানে ডানা কেটে ফেলা হয় 
ডানা মেলে উড়তে শেখার ঠিক আগেই ! 
 
=============== 

 
পুনম, P.O- Matalhat, P.S- Dinhata,
Dist- Coochbehar,state- West Bengal,pin-736135


1 comment:

  1. সময় উপযোগী অসাধারণ লেখনী

    ReplyDelete