Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

কবিতা ।। স্বাধীন ভারত ।। নিবেদিতা বিশ্বাস সম্রাট


স্বাধীন ভারত

নিবেদিতা বিশ্বাস সম্রাট


স্বাধীন ভারত কাঁদে যেন আজ- তার বক্ষ জুড়ে জ্বালা।
সাতাত্তর পারেও সুরক্ষিত নয় নারী- নয় তার স্বাধীনতার পথ খোলা।
কত বলিদান শৃঙ্খল মোচনে, কত রক্ত ঝরানো অপেক্ষা!
স্বাধীনতা যদি মিলেছে তবু স্বাধীনতা পায় নি সুরক্ষা।
আজও পথে ঘাটে অট্টালিকার অন্দরে স্বাধীনতা কাঁদে নারী অবমাননায়
ব্যর্থ প্রতিবাদের হুংকারে।
সুজলা সুফলা স্বাধীন ভারত গায় না আজ গান,
পিশাচেরা ঘিরেছে যে তার শত আদরের তরতাজা মন-প্রাণ।
স্বাধীন ভারত ধুঁকছে তবু হৃদয় জুড়ে আশ;
আছে আজও সন্তান তার যারা ঘটাবে সর্বনাশ।
তমসাবৃত নারী সম্মান হিংস্র খুনের লালসা-
সাতাত্তর পারেও থমকিয়ে আজ স্বাধীনতার ভরসা।
সংকট আজ শিরোপার, সংকট আনাচ- কানাচ।
হাঁকে বিধাতা হও আগুয়ান, হোক প্রলয়ে তান্ডব-নাচ।
তিলে তিলে সঞ্চিত নৃশংসতার নাগপাশ- গর্জনে বর্জনে ছড়াও সেথা ধ্বংসের ত্রাস।
জাগুক নবীন জাগুক প্রবীণ যত আছে চিত্তধারী।
আবার রক্ত ঝরুক যেথা স্বাধীনতা চায় মাধুকরী।।
কে নেবে ভার, কে নেবে দায় সমাজ যে অধঃগামী।
সাতাত্তর পারে জবাব চায় যত শহীদ সংগ্রামী।।
মনে থাক বল বুকে থাক পণ – আবার লড়ব আবার গড়ব স্বাধীন করব জীবন।
স্বাধীন ভারত সাতাত্তর পারে হবে পুনরায় স্বাধীন;
শোষণ মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজের আবহে-
সমবেত কন্ঠে ধ্বনিত হবে গান 'জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে'।।

===============

 
নিবেদতা বিশ্বাস
সহশিক্ষিকা
কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়
কৃষ্ণনগর নদীয়া


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান