কবিতা ।। আপনি স্বাধীন ।। দেবাশীষ চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। আপনি স্বাধীন ।। দেবাশীষ চক্রবর্তী

আপনি স্বাধীন 

দেবাশীষ চক্রবর্তী 


আহারে মেয়েটা কষ্ট পেয়ে মরল!
মানুষ এত নিষ্ঠুর হতে পারে?
শয়তান এত সাহস পায় কী করে?
যে ছাগলটা প্রশ্ন করল,
অত রাতে মেয়েটা একা ছিল কেন?
তার কী হলো?
শয়তানটা একাই ছিল?
কাদের প্রশ্রয়ে দুষ্কৃতীরা বেপরোয়া হয়?
দুষ্কৃতীদের পুলিশ যদিও ধরে
প্রশ্রয়দাতাদের শাস্তি হয় না কেন?
আপনি এখন সোডার বোতল
প্রশ্নগুলো ঠোঁট খোলার অপেক্ষায়,
কিন্তু ঠোঁট খুলতে ভয় পাচ্ছেন......
যদি শাসক দলের গুন্ডারা মারে,
যদি পুুলিশ ধরে নিয়ে যায়,
চাকরির জায়গায় ঝামেলা হয়,
ব্যবসা গোটাতে হয়।
তাই তো? বেশ ভয়ের ব্যাপার।
আপনি চুুপ থাকুন,
জিনসের উপর পাঞ্জাবি চাপিয়ে
উত্তোলিত তেরঙার পাশে দাঁড়িয়ে
স্বাধীনতা কত মূল্যবান জিনিস সে বিষয়ে
আবেগপ্রবণ বক্তৃতা দিন, আবৃত্তি বা গান করুন
দেশটা স্বাধীন, আপনিও স্বাধীন! 

===============
দেবাশীষ চক্রবর্তী ,
ইন্দিরালয়, নরসিংহ দত্ত ঘাট রোড,
সুখচর, কলকাতা- ৭০০১১৫

No comments:

Post a Comment