তিনটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

 

তিনটি কবিতা ।। সুশান্ত সেন 

 

ভাবনা


অস্তগামী সূর্যটাকে কাত করে চা এর কাপে একটু ঢেলে নিলাম , অমনি অজস্র নক্ষত্র মালা
হি হি করে হেসে এ ওর গায়ে ঢোলে পড়লো, যেন কি একটা অন্যায় কাজ করেছি।

সত্যি কথা বলতে কি সারা জীবন ধরেই ন্যায় আর অন্যায় দুই সমুদ্রেই ভাগাভাগি করেই সমুদ্র- যান চালিয়ে নাবিকের ঘরে ফেরার ন্যায় জীবনের শেষ বেলায় এসে সূর্য ও নক্ষত্র মালা দেখা ছাড়া কি আর করতে পারি।

নতুন করে ভালোবাসার কথা শোনার জন্য ত জানালার পাশে কেউ বসে নেই।

অনেকদিন হলো চা , দূধ চিনি ছাড়াই খাচ্ছি।


তুমি


তোমার হাতে থাকে যদি ছুরি 
নিশ্চয় অন্য পথে ঘুরি। 

তোমার মনে থাকে যদি ঘৃণা
তোমাকে আমি চিনিনা।

তোমার পকেটে গোঁজা আগ্নেয়াস্ত্র
আমি করব বাজেয়াপ্ত।

তোমার বক্তৃতায় থাকে উস্কানি
আমি অনেকদিন জানি।

তোমার মনে বাস্তু ঘুঘুর বাসা 
জানি তুমি কীর্তিনাশা।
 
 

বৃষ্টি


বৃষ্টির কাছে নিজনতা খুঁজেছে মানুষ 
হতাশা মনেতে নিয়ে 
বৃষ্টি ত কাঁদে না ।

চ্যাপলিন বৃষ্টিতে ভিজতে চেয়েছিলেন
যেন কেউ চোখের জল না দেখতে পায়।

হতাশা বৃষ্টি ও চ্যাপলিন এখন
এক হয়ে হলিউডের রাস্তায় দৌড়াচ্ছে
দেখছে
পাহাড়ের গায়ে খোদাই করা
" হলিউড ",
সেখানে তিন প্রজন্ম একসাথে 
বেড়াতে এসেছিল -
যারা জানেনা  বৃষ্টি কত রকমের হয় ।

================

সুশান্ত সেন 
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০

No comments:

Post a Comment